TOP 200 জীবন বিজ্ঞান GK
161. নিন্মলিখিত কোন গাছে থ্যালাস গঠন পরিলক্ষিত হয় না?
(A) মিউকর
(B) রিকশিয়া
(C) স্পাইরোগারিয়া
(D) ড্রায়োপটেরিস
162. ব্যক্তজীবী উদ্ভিদের সস্য গঠিত হয়-
(A) নিষেকের পূর্বে
(B) নিষেকের পরে
(C) নিষেকের সময়
(D) উপরের কোনোটিই নয়
163. পাটতন্তু হল-
(A) প্যারেনকাইমা
(B) স্ক্লেরেনকাইমা
(C) কোলেনকাইমা
(D) উপরের কোনোটিই নয়
164. অর্কিডের বায়বীয় মুলকে বলা হয়-
(A) হোল্ডফাস্ট
(B) হোস্টোরিয়া
(C) ভেলামেন
(D) উপরের কোনোটিই নয়
165. মাইরোসিন কোশ দেখা যায় যে উদ্ভিদে সেটি হল-
(A) ধান
(B) ভুট্টা
(C) মটর
(D) সরিষা
166. বুলিফর্ম কোশ দেখা যায় যে উদ্ভিদের পাতায় সেটি হল-
(A) আখ
(B) কচু
(C) ঘাস
(D) পেঁপে
167. কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত?
(A) মনোট্রপা
(B) হাইড্রিলা
(C) রাস্না
(D) কলসপত্রী
168. পত্রাশ্রয়ী মূল লক্ষ্য করা যায়-
(A) পাতাঝাঁঝি
(B) গজপিপুল
(C) বিগোনিয়া
(D) পাইনাস
169. একটি মূলবিহীন সপুস্পক উদ্ভিদ হল-
(A) সূর্যশিশির
(B) পাথরকুচি
(C) সেরাটোফাইলাম
(D) গুলঞ্চ
170. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে যে লোহাঘটিত প্রোটিন থাকে,তাকে বলে-
(A) হিমোগ্লোবিন
(B) লেগ-হিমোগ্লোবিন
(C) পাইরিনয়েড
(D) উপরের কোনোটিই নয়