TOP 200 জীবন বিজ্ঞান GK
151. গুপ্তজীবী উদ্ভিদে ত্রি-সংযোজন ঘটার ফলে প্রস্তুত হয়-
(A) ভুরুন
(B) সস্য
(C) সাসপেন্সর
(D) বিজত্বক
152. কোন উদ্ভিদের সস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায়?
(A) চিনাবাদাম
(B) নারকেল
(C) সর্ষে
(D) তিল
153. নিউম্যাটোফোরের (শ্বাসমূল) উপস্থিতি লক্ষ্য করা যায়-
(A) ম্যানগ্রোভ উদ্ভিদে
(B) এপিফাইটিক উদ্ভিদে
(C) হাইড্রোফাইটিক
(D) পতঙ্গভোজী উদ্ভিদে
154. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট-
(A) উদ্ভিদের সালোকসংশ্লেেষর সঙ্গে
(B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে
(C) উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে
(D) উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে
155. মূল , কান্ড ও পাতায় বিন্যস্ত এমন উদ্ভিদদেহকে বলা হয়-
(A) টেরিডোফাইট
(B) গুপ্তজীবী
(C) ব্যক্তজীবী
(D) শৈবাল
156. একটি ব্রায়োফাইট/মস-এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হল-
(A) রেণুধর উদ্ভিদ
(B) লিঙ্গধর উদ্ভিদ
(C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ
(D) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ
157. নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল?
(A) ক্লরেল্লা
(B) স্পাইরুনিলা
(C) ট্রেন্টিপোহলিয়া
(D) সারগাসাম
158. নিন্মলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন?
(A) সেরাটোফাইলাম
(B) আইকরনিয়া
(C) মনোকরিয়া
(D) পিস্টিয়া
159. উভয়চর উদ্ভিদ বলা হয় কাকে?
(A) ব্রায়োফাইটাকে
(B) টেরিডোফাইটাকে
(C) জিমনোস্পার্মকে
(D) উপরের কোনোটিই নয়
160. জলে ভাসমান ফার্নের উদাহরণ হল-
(A) ইকুইজিটাম
(B) লাইকোপোডিয়াম
(C) মারসিলিয়া
(D) অ্যাজোল্লা