131.ব্যাকটেরিয়ার DNA -কে বলা হয়-
(A) নিউক্লিয়েড
(B) ক্যাপসিড
(C) নিউক্লিওলাস
(D) নিউক্লিয়াস
Ans- (A) নিউক্লিয়েড ( ব্যাকটেরিয়া আবিস্কার করেন 1928 সালে ফ্রেডরিক গ্রিফিথ কিন্তু এর সফল পরীক্ষা হয় 1944 সালে আর DNA হল ব্যাকটেরিয়ার genetic Material)।
Ans- (B) ছত্রাক থেকে পাওয়া যায় পেনিসিলিন এন্টিবায়োটিক( পেনিসিলিন আবিস্কার করেন স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং শুক্রুবার সকালে 28শে সেপ্টেম্বর 1928 সালে লন্ডনে। তবে এর সঠিক প্রয়োগ করা হয় 14 ই মার্চ 1942 সালে)।
Ans- (A) এডিস মশকী ( ভারতে এই ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব দেখা যায় আজ থেকে প্রায় 1000 বছর আগে থেকে কিন্তু এর প্রাতিষ্ঠানিক রূপ নেয় 1789 সালে ফরাসি বিপ্লবের সময় থেকে। কিন্তু এই রোগের ঔষুধ বা রোগের নাম কেউ করতে পারেননি শেষ পর্যন্ত 1789 সালে বেঞ্জামিন রুশ এর নামকরণ করেন “Breakbone Fever”)।
136.ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়-
(A) থেইন
(B) পেনিসিলিন
(C) ডাটুরিন
(D) কুনাইন
Ans- (C) এশ্চেরেশিয়া কোলাই (Vitamin B-12 Deficiency is most often caused by digestive system difficaulties,which can occur if the body is unable to absorb B-12 from foods and liquids) ভিটামিন B-12 এর রাসায়নিক নাম রাইবোফ্লাবিন)।