TOP 200 জীবন বিজ্ঞান GK
121. একটি পূর্ণ অবায়ুজীব ব্যাকটেরিয়া হল-
(A) নিসেরিয়া গনোরি
(B) এশেরিকিয়া কোলাই
(C) ক্লসট্রিডিয়াম টিটেনি
(D) স্ট্যাফাইলোকক্কাস
(C) ক্লসট্রিডিয়াম টিটেনি(এটি একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম। আর একটি অবায়ুজীব ব্যাকটেরিয়ার নাম হল ক্লসট্রিডিয়াম বিউটাইরিকাম যার রোগের নাম টিটেনাস)।
122.টিউবারকিউলোসিস রোগে যে ভ্যাকসিন প্রয়োগ করা হয় তা হল-
(A) BCG
(B) DPT ( ট্রিপল অ্যান্টিজেন)
(C) TT ( টিটেনাস টক্সয়েড)
(D) TAB
123.বৃহত্তম ব্যাকটেরিয়া হল-
(A) রোডো স্পাইরিলাম
(B) থায়োমারগারিটা নামিবিয়েনসিস
(C) ক্লোরোবিয়াম
(D) ব্যাকটেরিওফাজ
124.অতি নিন্ম উষ্ণতায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে বলে-
(A) থার্মোফিলিক
(B) মেসোফিলিক
(C) সাইক্রোফিলিক
(D) প্যারাফিলিক
125.” জিয়োর্ডিয়াসিস”-রোগের কারণ কি?
(A) প্রোটোজোয়া
(B) ভাইরাস
(C) ব্যাকটেরিয়া
(D) ছত্রাক
126.ফাইলেরিয়া রোগের বাহক কে?
(A) এডিস মশকী
(B) স্যান্ড ফ্লাই
(C) অ্যানিফিলিস মশকী
(D) কিউলেক্স মশকী
127.দুধ থেকে দৈ উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়াকে বলে-
(A) ব্যাসিলাস
(B) স্ট্যাফাইলোকক্কাস
(C) ল্যাকটোব্যাসিলাস
(D) রাইজোবিয়াম
128.মটর জাতীয় গাছের মুলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হল-
(A) ট্রাইকোডারম
(B) রাইজোবিয়াম
(C) ব্যাসিলাস
(D) ক্লসট্রিডিয়াম
129.MMR ভ্যাকসিন নিন্মলিখিত কোন রোগগুলি কার্যকরী?
(A) মাম্পস , মিসি্লস্ , র্যাবিস
(B) ম্যালেরিয়া , মাম্পস , রুবেল্লা
(C) মাম্পস , মিসি্লস্ , রুবেল্ল
(D) মাম্পস , ম্যালেরিয়া , রুবেল্লা
130.গমের লুজ স্মাট হল একটি—– ঘটিত রোগ।
(A) ছত্রাক
(B) ভাইরাস
(C) ব্যাকটেরিয়া
(D) প্রোটোজোয়া