TOP 200 জীবন বিজ্ঞান GK


121. একটি পূর্ণ অবায়ুজীব ব্যাকটেরিয়া হল-
(A) নিসেরিয়া গনোরি
(B) এশেরিকিয়া কোলাই
(C) ক্লসট্রিডিয়াম টিটেনি
(D) স্ট্যাফাইলোকক্কাস
(C) ক্লসট্রিডিয়াম টিটেনি(এটি একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম। আর একটি অবায়ুজীব ব্যাকটেরিয়ার নাম হল ক্লসট্রিডিয়াম বিউটাইরিকাম যার রোগের নাম টিটেনাস)।

122.টিউবারকিউলোসিস রোগে যে ভ্যাকসিন প্রয়োগ করা হয় তা হল-
(A) BCG
(B) DPT ( ট্রিপল অ্যান্টিজেন)
(C) TT ( টিটেনাস টক্সয়েড)
(D) TAB

Ans-(A) BCG(Bacillus Calmette -Guerin) এটি আবার যক্ষা রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়) ফ্রাসের Bacteriologist আলবার্ট calmette এবং ক্যামিললে গুয়েরইন(Guerin) 13 বছর ধরে (1908-1921) অক্লান্ত পরিশ্রম করে BCG ভ্যাকসিন আবিস্কার করেন। তাই এদের নাম অনুসারে এই ভ্যাকসিনের নাম হয় Bacillus Calmette-Guerin)।

123.বৃহত্তম ব্যাকটেরিয়া হল-
(A) রোডো স্পাইরিলাম
(B) থায়োমারগারিটা নামিবিয়েনসিস
(C) ক্লোরোবিয়াম
(D) ব্যাকটেরিওফাজ

Ans-(B) থায়োমারগারিটা নামিবিয়েনসিস

124.অতি নিন্ম উষ্ণতায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে বলে-
(A) থার্মোফিলিক
(B) মেসোফিলিক
(C) সাইক্রোফিলিক
(D) প্যারাফিলিক

Ans-(C) সাইক্রোফিলিক

125.” জিয়োর্ডিয়াসিস”-রোগের কারণ কি?
(A) প্রোটোজোয়া
(B) ভাইরাস
(C) ব্যাকটেরিয়া
(D) ছত্রাক

Ans-(A) প্রোটোজোয়ার কারণে ( এর নাম জিয়ার্ডিয়া)। এককশী , আনুবীক্ষণিক , আদর্শ নিউক্লিয়াসযুক্ত প্রাণীকে প্রোটোজোয়া বলে। এদের গমন অঙ্গের নাম ক্ষণপদ বা সিলিয়া বা ফ্ল্যাজেলা)।

126.ফাইলেরিয়া রোগের বাহক কে?
(A) এডিস মশকী
(B) স্যান্ড ফ্লাই
(C) অ্যানিফিলিস মশকী
(D) কিউলেক্স মশকী

Ans-(D) কিউলেক্স মোশকী হল ফাইলেরিয়া রোগের বাহক।

127.দুধ থেকে দৈ উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়াকে বলে-
(A) ব্যাসিলাস
(B) স্ট্যাফাইলোকক্কাস
(C) ল্যাকটোব্যাসিলাস
(D) রাইজোবিয়াম

Ans-(C) ল্যাকটোব্যাসিলাস( এটি আবিষ্কার করেন E.B. ফ্রেড , W.H. পিটারসেন এবং J.A. এন্ডারসন 1921 সালে)

128.মটর জাতীয় গাছের মুলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হল-
(A) ট্রাইকোডারম
(B) রাইজোবিয়াম
(C) ব্যাসিলাস
(D) ক্লসট্রিডিয়াম

Ans-(B) রাইজোবিয়াম

129.MMR ভ্যাকসিন নিন্মলিখিত কোন রোগগুলি কার্যকরী?
(A) মাম্পস , মিসি্লস্ , র‍্যাবিস
(B) ম্যালেরিয়া , মাম্পস , রুবেল্লা
(C) মাম্পস , মিসি্লস্ , রুবেল্ল
(D) মাম্পস , ম্যালেরিয়া , রুবেল্লা

Ans-(C) মাম্পস , মিসি্লস্ , রুবেল্লা ( হাম এরও ভ্যাকসিন দেওয়া হয়)। Maurice(মৌরিসে) Hilleman(হিল্লেমন)1971 সালে MMR আবিস্কার করেন। যদিও এই গবেষণা 1963 সাল থেকে শুরু হয় এবং 1967, 1969 সালের পর 1971 সালে বাংলাদেশর স্বাধীনতা আন্দোলনের সময় মৌরিসে হিল্লেমন MMR ভ্যাকসিন আবিস্কার করেন)।

130.গমের লুজ স্মাট হল একটি—– ঘটিত রোগ।
(A) ছত্রাক
(B) ভাইরাস
(C) ব্যাকটেরিয়া
(D) প্রোটোজোয়া

Ans-(A) ছত্রাক ঘটিত রোগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.