TOP 200 জীবন বিজ্ঞান GK
111. নীচের কোনটিতে ক্যাপসিড থাকে না-
(A) বসন্ত ভাইরাসে
(B) র্যাবিস ভাইরাসে
(C) টোব্যাকো মোজেইক ভাইরয়েডে
(D) পোট্যাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েডে
112. একটি লিপো ভাইরাস হল-
(A) বসন্ত ভাইরাস
(B) র্যাবিস ভাইরাস
(C)ব্যাকট্রিওফাজ
(D) বিন মোজেইক ভাইরাস
113. ক্যাপসিড বিহীন ভাইরাসকে বলে-
(A) ভিরিয়ন
(B) ক্যাপসোমিয়ার
(C) ভাইরয়েড
(D) ভাইরাস জিনোম
114. সংক্রমণযোগ্য ভাইরাস এককে বলে-
(A) ভিরিয়ন
(B) লিপো ভাইরাস
(C) ক্যাপসিড
(D) পেলপোমিয়ার
115. ক্যাপসিডের এককে বলা হয়-
(A) ক্যাপসুল
(B) এনভেলপ
(C) ক্যাপসোমিয়ার
(D) পেলপোমিয়ার
116. একটি উপকারী ভাইরাস হল-
(A) ব্যাকটেরিওফাজ
(B) ভ্যারিওলা
(C) টম্যাটো ভুসি ভাইরাস
(D) HIV ভাইরাস
117. কোশ নিঃসৃত ভাইরাস প্রতিরোধী পদার্থটি হল-
(A) অ্যামানটাডিন
(B) ভাইডারাবাইন
(C) ইন্টারফেরন
(D) জোভাইরাক্স
118. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াটি হল-
(A) ব্যাসিলাস বুটসচিল্লি
(B) ডায়ালিস্টার নিউমোসিস্টেম
(C) ক্লোরোবিয়াম
(D) স্ট্যাফাইলোকক্কাই
119. একটি সন্ধানী ব্যাকটেরিয়া হল-
(A) ক্লসট্রিডিয়াম টিটিনি
(B) নাইট্রোসোমোনাস
(C) ক্লোরোবিয়াম
(D) এশেরিকিয়া কোলাই
120. একটি বায়ুজীবী ব্যাকটেরিয়া হল-
(A) সিউডোমোনাস
(B) ভিব্রিও কলেরি
(C) করনিব্যাকটেরিয়াম ডিপথেরি
(D) ক্লসট্রিডিয়াম