TOP 200 জীবন বিজ্ঞান GK

111. নীচের কোনটিতে ক্যাপসিড থাকে না-
(A) বসন্ত ভাইরাসে
(B) র‍্যাবিস ভাইরাসে
(C) টোব্যাকো মোজেইক ভাইরয়েডে
(D) পোট্যাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েডে

(D) পোট্যাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েডে ( ভাইরাস নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম-বিহীন নিউক্লিক অ্যাসিড(RNA বা DNA -এর মধ্যে যে- কোন একটি) ও নিউক্লিওপ্রোটিন সমন্বিত একটি বস্তু। এই নিউক্লিক অ্যাসিড একটি প্রোটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে ,যাকে ক্যাপসিড বলে। অনেক ক্ষেত্রে , ক্যাপসিডের বাইরে লিপিড দ্বারা গঠিত আবরণী উপস্থিত,যাকে এনভেলপ বলে)।

112. একটি লিপো ভাইরাস হল-
(A) বসন্ত ভাইরাস
(B) র‍্যাবিস ভাইরাস
(C)ব্যাকট্রিওফাজ
(D) বিন মোজেইক ভাইরাস
(A) বসন্ত ভাইরাস

113. ক্যাপসিড বিহীন ভাইরাসকে বলে-
(A) ভিরিয়ন
(B) ক্যাপসোমিয়ার
(C) ভাইরয়েড
(D) ভাইরাস জিনোম
(A) ভিরিয়ন( এটি সংক্রমণ যোগ্য ভাইরাসের একক)।

114. সংক্রমণযোগ্য ভাইরাস এককে বলে-
(A) ভিরিয়ন
(B) লিপো ভাইরাস
(C) ক্যাপসিড
(D) পেলপোমিয়ার
(A) ভিরিয়ন

115. ক্যাপসিডের এককে বলা হয়-
(A) ক্যাপসুল
(B) এনভেলপ
(C) ক্যাপসোমিয়ার
(D) পেলপোমিয়ার
(C) ক্যাপসোমিয়ার

116. একটি উপকারী ভাইরাস হল-
(A) ব্যাকটেরিওফাজ
(B) ভ্যারিওলা
(C) টম্যাটো ভুসি ভাইরাস
(D) HIV ভাইরাস
(A) ব্যাকটেরিওফাজ

117. কোশ নিঃসৃত ভাইরাস প্রতিরোধী পদার্থটি হল-
(A) অ্যামানটাডিন
(B) ভাইডারাবাইন
(C) ইন্টারফেরন
(D) জোভাইরাক্স
(C) ইন্টারফেরন

118. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াটি হল-
(A) ব্যাসিলাস বুটসচিল্লি
(B) ডায়ালিস্টার নিউমোসিস্টেম
(C) ক্লোরোবিয়াম
(D) স্ট্যাফাইলোকক্কাই
(B) ডায়ালিস্টার নিউমোসিস্টেম

119. একটি সন্ধানী ব্যাকটেরিয়া হল-
(A) ক্লসট্রিডিয়াম টিটিনি
(B) নাইট্রোসোমোনাস
(C) ক্লোরোবিয়াম
(D) এশেরিকিয়া কোলাই
(D) এশেরিকিয়া কোলাই

120. একটি বায়ুজীবী ব্যাকটেরিয়া হল-
(A) সিউডোমোনাস
(B) ভিব্রিও কলেরি
(C) করনিব্যাকটেরিয়াম ডিপথেরি
(D) ক্লসট্রিডিয়াম
(C) করনিব্যাকটেরিয়াম ডিপথেরি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.