TOP 200 জীবন বিজ্ঞান GK
91.প্রাণীকোশের কোশ বিভাজনের ক্ষেত্রে বেমতন্তু গঠনে সহায়তা করে-
(A) সেন্ট্রোমিয়ার
(B) সেন্ট্রিওল
(C) গলগি বডিস
(D) নিউক্লিওলাস
92.নিউক্লিওলাসের পুনরাবিভার্ব ঘটে কোন দশায়?
(A) প্রোফেজ
(B) অ্যানাফেজ
(C) মেটাফেজ
(D) টেলোফেজে
93.কোন উপদশায় ক্রসিংওভার ঘটে?
(A) জাইগোটিন
(B) লেপ্টোটিন
(C)প্যাকিটিন
(D) ডিপ্লোটিন
94.কোন ক্ষেত্রে কোশপাতা বা সেলপ্লেট পরিলক্ষিত হয়?
(A) ইন্টারফেজ
(B) ক্যারিওকাইনেসিস
(C) উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিসে
(D) প্রাণী কোশের সাইটোকাইনেসিসে
95.ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে— দশায়।
(A) মেটাফেজ
(B) অ্যানাফেজ
(C) টেলোফেজে
(D) প্রোফেজ
96.ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থিত ঘন দানার মতো অংশগুলিকে বলা হয় –
(A) ক্রোমাটিড
(B) ক্রোমোনিমা
(C) সেন্ট্রোমিয়ার
(D) ক্রোমোমিয়ার
97.যে ক্রোমোজোম প্রাণীদেহে লিঙ্গ নির্ধারণ করে, তাদের বলা হয়-
(A) অটোজোম
(B) অ্যালাজোম
(C) পলিটিন ক্রোমোজোম
(D) উপরের কোনোটিই নয়
98.23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অটোজোম কত জোড়া ?
(A) 16 জোড়া
(B) 19 জোড়া
(C) 21 জোড়া
(D) 22 জোড়া
99.ক্রোমোজোমের প্রান্তে অবস্থিত গোলাকার ক্রোমোজোমীয় পিন্ডুকে বলে-
(A) স্যাটেলাইট
(B) স্যাট ক্রোজম
(C) টেলোমিয়ার
(A) স্যাটেলাইট বলে (স্যাটেলাইট যুক্ত ক্রোমজমকে বলা হয় স্যাট ক্রোমোজোম)।
100 ক্রোমোজোমের দুই প্রান্তীয় মেরুকে বলা হয়–
(A) ক্রমাটিড
(B) কাইনেটোকোর
(C) টেলোমিয়ার
(D) অটোজোম