ব্রিটিশদের বিভিন্ন রাজ্যজয় ও ইঙ্গ-মহীশূর সম্পর্ক

42. “অধীনতামূলক মিত্রতা নীতি”- কে প্রবর্তন করেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড ডালহৌসি
(C) চার্লস মেটকাফ
(D) লর্ড হার্ডিঞ্জ
Ans- (A) লর্ড ওয়েলেসলি
(লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি”- প্রবর্তন করেন)।

43. অধীনতামূলক মিত্রতা নীতি”- সর্বপ্রথম কে গ্রহণ করেন?
(A) সিন্ধিয়া
(B) ভোঁসলে
(C) দ্বিতীয় বাজীরাও
(D) নিজাম
Ans- (D) নিজাম (হায়দ্রাবাদের)
(ভারতীয় দেশীয় রাজন্যবর্গের সর্বাপেক্ষা দূর্বলচিত্ত হায়দ্রাবাদের নিজাম এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
* হায়দ্রাবাদ ছাড়াও 1799 খ্রিস্টাব্দে সুরাট, 1800 খ্রিস্টাব্দে তাঞ্জোর, 1801 খ্রিস্টাব্দে কর্ণাটক ও অযোধ্যা , মারাঠা নেতাদের মধ্যে দ্বিতীয় বাজীরাও 1802 খ্রিস্টাব্দে পরবর্তীকালে মহাদজী সিন্ধিয়া ও ভোঁসলে (1805 খ্রি:) এবং হোলকার (1806 খ্রি:) এই নীতি মেনে নিয়েছিল)।

44. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড ডালহৌসি
(C) চার্লস মেটকাফ
(D) লর্ড হার্ডিঞ্জ
Ans- (B) লর্ড ডালহৌসি
(1848 সালে লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন)।

45. কোন বড়লাট 1849 সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড ডালহৌসি
(C) চার্লস মেটকাফ
(D) লর্ড হার্ডিঞ্জ
Ans- (B) লর্ড ডালহৌসি

46. বাংলায় ফরাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল?
(A) হুগলী
(B) মুর্শিদাবাদ
(C) ঢাকা
(D) চন্দননগর
Ans- (D) চন্দননগর
(চন্দননগর – ফরাসীরা
ব্যান্ডেলে – পর্তুগীজরা
চুঁচুড়াতে – ওলন্দাজ (1653)
শ্রীরামপুরে- দিনেমার (1676)

47. পাঞ্জাবের রাজা দলীপ সিংহ ব্রিটিশ প্রশাসক ডালহৌসির কাছে পরাজিত হন-
(A) প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধে
(B) চিলিয়ানওয়ালার যুদ্ধে
(C) দ্বিতীয় ইঙ্গ-ব্রম্ম যুদ্ধে
(D) তৃতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে
Ans- (B) চিলিয়ানওয়ালার যুদ্ধে
(চিলিয়ানওয়ালার যুদ্ধটি সংঘটিত হয় 1848 -49 সালে)।

48. ব্রিটিশ শাসক অক্টারলোনি ও গোর্খা নেতা অমর সিং থাপার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
(A) সগৌলির সন্ধি
(B) বেসিনের সন্ধি
(C) লাহোরের চুক্তি
(D) সলবাই -এর সন্ধি
Ans- (A) সগৌলির সন্ধি (1816)।

49. গভর্নর জেনারেল এলেনবরোর আমলে আমলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়-
(A) অযোধ্যা
(B) কাশ্মীর
(C) সিন্ধুদেশ
(D) পাঞ্জাব
Ans- (C) সিন্ধুদেশ

50. কোন সন্ধির শর্তস্বরূপ টিপু সুলতান তার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন রাখতে বাধ্য হন?
(A) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(B) ম্যাঙ্গালোরের সন্ধি
(C) বেসিনের সন্ধি
(D) গন্ডোমার্গের সন্ধি
Ans- (A) শ্রীরঙ্গপত্তমের সন্ধি (1792)।

51. কোন সন্ধিকে ওয়ারেন হেস্টিংস “অপমানজনক শান্তি”- আখ্যা দিয়েছিলেন?
(A) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(B) ম্যাঙ্গালোরের সন্ধি
(C) বেসিনের সন্ধি
(D) গন্ডোমার্গের সন্ধি
Ans- (B) ম্যাঙ্গালোরের সন্ধি (1784)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.