ব্রিটিশদের বিভিন্ন রাজ্যজয় ও ইঙ্গ-মহীশূর সম্পর্ক

31. টিপু সুলতানের জীবনী গ্রন্থ কে লেখেন?
অথবা :- টিপু সুলতানের জীবনিকার কে ছিলেন?
(A) গোলাম মাসুদ
(B) উইলকস
(C) মহিবুল হাসান
(D) ভিক্টর জ্যাকিমো

Ans- (C) মহিবুল হাসান

32. লর্ড মমিংটন বেশি পরিচিত ছিলেন কি নামে?
(A) লর্ড ওয়েলেসলি নামে
(B) অক্টারলোনী নামে
(C) লর্ড হেস্টিংস নামে
(D) আর্ল ময়রা নামে
Ans- (A) লর্ড ওয়েলেসলি নামে

33. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম “নিরপেক্ষতা নীতি”- গৃহীত হয়?
(A) লর্ড লিটনের আমলে
(B) লর্ড ওয়েলেসলির আমলে
(C) স্যার জন্ শোরের আমলে
(D) লর্ড কর্ণওয়ালিশের আমলে
Ans- (C) স্যার জন্ শোরের আমলে(1793 – 1798)
(ইনি রাজস্ব বিভাগের প্রধান ছিলেন)।

34. মারাঠা পেশোয়ার সদরদপ্তর অবস্থিত পুনাতে।গায়কোয়ারের কোথায়?
(A) হায়দ্রাবাদে
(B) ইন্দোরে
(C) নাগপুরে
(D) বোরোদাতে
Ans- (D) বোরোদাতে

35. “অমৃত্সরের চুক্তি শিখ ইতিহাসের ট্রাজেডি”- কে বলেন?
(A) নরেন্দ্রকৃষ্ণ সিনহা
(B) উইলকস
(C) মহিবুল হাসান
(D) ভিক্টর জ্যাকিমো
Ans- (A) নরেন্দ্রকৃষ্ণ সিনহা

36. “সব লাল হো জায়েগা”-যিনি বলেন তাকে কে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছেন?
(A) নরেন্দ্রকৃষ্ণ সিনহা
(B) উইলকস
(C) মহিবুল হাসান
(D) ভিক্টর জ্যাকিমো
Ans- D) ভিক্টর জ্যাকিমো

37. ইন্দোরে কোন মারাঠা সামন্ত রাজ্যের সদরদপ্তর অবস্থিত?
(A) হোলকার রাজ্যের
(B) ভোঁসলে রাজ্যের
(C) সিন্ধিয়া রাজ্যের
(D) গায়কোয়ার রাজ্যের
Ans- (A) হোলকার রাজ্যের

38. মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে পুনরায় দিল্লীতে সম্রাট পদে বসান- কোনো পেশোয়া?
(A) দ্বিতীয় বাজীরাও
(B) প্রথম বাজীরাও
(C) বালাজী বিশ্বনাথ
(D) প্রথম মাধব রাও
Ans- (D) প্রথম মাধব রাও
(মহাদর্জী সিন্ধিয়ার নেতৃত্বে)।

39. টিপু সুলতান দ্বারা কোন রাজ্য আক্রমণের মধ্যে দিয়ে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়?
(A) জয়শালমীর
(B) উদয়গিরি
(C) ত্রিবাঙ্কু
(D) ভোঁসলে
Ans- (C) ত্রিবাঙ্কু (1790)
(ত্রিবাঙ্কু ছিল ইংরেজদের মিত্র রাজ্য)।

40. কোন শেষ মারাঠা অধীনতামূলক মিত্রতা নীতিতে যোগ দেন?
(A) সিন্ধিয়া
(B) প্রথম মাধব রাও
(C) বালাজী জনার্দ্দন
(D) হোলকার
Ans- (D) হোলকার (1818 সালে)
(ইন্দোর রাজ্যের হোলকার)।

41. হায়দার আলি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান?
(A) কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে
(B) কর্কট রোগে আক্রান্ত হয়ে
(C) রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়ে
(D) আমশায় রোগে আক্রান্ত হয়ে
Ans- (B) কর্কট রোগে আক্রান্ত হয়ে (ক্যানসার)
(1782 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলি কর্কট (ক্যানসার) রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন)।

আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.