ইতিহাস GK (ইঙ্গ-মারাঠা সম্পর্ক)

11. দ্বিতীয় মাধব রাও আত্মহত্যা করেন কবে?
(A) 1782 সালে
(B) 1803 সালে
(C) 1785 সালে
(D) 1805 সালে

Ans- (C) 1785 সালে

12. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1802 সালে
(B) 1803 সালে
(C) 1806 সালে
(D) 1805 সালে
Ans- (A) 1802 সালে
(1802 খ্রিস্টাব্দে গদিচ‍্যুত মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও ইংরেজ কোম্পানীর গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মধ্যে)।

13. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) স্যার জনশোর
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) লর্ড ওয়েলেসলি
Ans- (D) লর্ড ওয়েলেসলি (1798 – 1805)।

14. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘঠিত হয়?
(A) 1817 সালে
(B) 1818 সালে
(C) 1805 সালে
(D) 1823 সালে
Ans- (A) 1817 সালে
(মারাঠা (দ্বিতীয় বাজীরাও) ও ইংরেজ কোম্পানীর গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস বা আর্ল ময়রার মধ্যে তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংঘটিত হয়)।

15. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) মারকুইস অফ হেস্টিংস বা আর্ল ময়রা
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) স্যার জর্জ বার্লো
Ans- (A) মারকুইস অফ হেস্টিংস বা আর্ল ময়রা (1813 -1823)।

16. কোন যুদ্ধের পরাজয়ের পর পেশোয়াতন্ত্রের অবসান ঘটে?
(A) প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(B) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(C) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(D) কোরেগাঁও ও অস্টির যুদ্ধে
Ans- (D) কোরেগাঁও ও অস্টির যুদ্ধে (1818)
(1818 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও কোরেগাঁও ও অস্টির যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজ সেনাপতি স্যার জন ম্যালকমের কাছে আত্মসমর্পণ করেন।ফলে শিবাজী কর্তৃক মারাঠা সাম্রাজ্য বা পেশোয়াতন্ত্রের অবসান হয় 1818 সালে)।

17. পেশোয়াতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন কে?
(A) মারকুইস অফ হেস্টিংস বা আর্ল ময়রা
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) স্যার জর্জ বার্লো
Ans- (A) মারকুইস অফ হেস্টিংস বা আর্ল ময়রা (1813 -1823)।
(পেশোয়াতন্ত্রের অবসান ঘটে 1818 সালে)।

18. 1818 খ্রিস্টাব্দ “ভারতের ইতিহাসে জলবিভাজিক”(Watershed)- বলেন কে?
(A) ভিনসেন্ট স্মিথ
(B) পার্সিভ্যাল স্পিয়ার
(C) রোমিলা থাপা
(D) রমেশচন্দ্র মজুমদার
Ans- (B) পার্সিভ্যাল স্পিয়ার

19. ওয়ারগাঁও -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1775 সালে
(B) 1819 সালে
(C) 1779 সালে
(D) 1818 সালে
Ans- (C) 1779 সালে
(দ্বিতীয় মাধব রাও এবং ইংরেজ কোম্পানির (ওয়ারেন হেস্টিংস)।

20. নিন্মের কোনটি মারাঠা শক্তির পতনের মূল কারণ?
(A) মারাঠা নেতাদের দূর্বল নেতৃত্ব ও সামন্ত অধিনেতাদের স্বার্থপর ভেদবুদ্ধি।
(B) পেশোয়া পদ নিয়ে বার বার দ্বন্দ্ব ও মারাঠা সামন্তদের দলাদলি।
(C) পর্বতসংকুল ও অনুন্নত মহারাষ্ট্রের দূর্বল অর্থনীতি
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই

আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

https://t.me/gkindiabengali/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.