ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

81. “গোরুমারা জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) উড়িষ্যা
(C) আসাম
(D) পশ্চিমবঙ্গ

Ans- (D) পশ্চিমবঙ্গ
(1994 সালে “গোরুমারা জাতীয় উদ্যান”- পশ্চিমবঙ্গে গড়ে তোলা হয়)।

82.”Govind Pashu Vihar National Park”- কোথায় অবস্থিত?
(A) সিকিমে
(B) মিজোরামে
(C) উত্তরাখণ্ডে
(D) ঝাড়খণ্ডে

Ans- (C) উত্তরাখণ্ডে
(উত্তরাখণ্ডে “Govind Pashu Vihar National Park”-টি স্থাপিত হয় 1990 সালে)।

83.”গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
(A) মধ্যপ্রদেশে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) হিমাচলপ্রদেশে
(D) উত্তরপ্রদেশে

Ans- (C) হিমাচলপ্রদেশে
(হিমাচলপ্রদেশে “Great Himalayan National Park”-টি গড়ে তোলা হয় 1984 সালে)।

84.”হাজারিবাগ জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) ঝাড়খন্ড
(C) উত্তরাখণ্ড
(D) নেদারল্যান্ড

Ans- (B) ঝাড়খন্ড

85.”Gulf of Mannar Marine National Park”-কোথায় অবস্থিত?
(A) তামিলনাড়ুতে
(B) কেরালাতে
(C) অরুলচল প্রদেশে
(D) পশ্চিম পশ্চিমবঙ্গে

Ans- (A) তামিলনাড়ুতে
(তামিলনাড়ুতে “Gulf of Mannar Marine National Park”-টি স্থাপিত হয় 1980 সালে)।

86.”Gugamal National Park”- কোথায় অবস্থিত?
(A) জম্মু ও কাশ্মীরে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) গোয়াতে
(D) মহারাষ্ট্রে

Ans- (D) মহারাষ্ট্রে
(1987 সালে মহারাষ্ট্রে “Gugamal National Park”-টি স্থাপিত হয়)।

87.”Gulf of Kachchh Marine National Park”-কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) দমন ও দিও
(D) আসাম

Ans- (A) গুজরাট
(গুজরাটে “Gulf of Kachchh Marine National Park”-টি গড়ে তোলা হয় 1980 সালে)।

88.”Guindy National Park”-কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) হিমাচল প্রদেশ
(D) পশ্চিম পশ্চিমবঙ্গ

Ans- (A) তামিলনাড়ু
(তামিলনাড়ুতে “Guindy National Park”-টি স্থাপিত হয় 1976 সালে)।

89.”ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
(A) মনিপুরে
(B) বিহারে
(C) নিউ দিল্লীতে
(D) তামিলনাড়ুতে

Ans- (D) তামিলনাড়ুতে
(তামিলনাড়ুতে “Indira Gandhi National Park”-টি গড়ে তোলা হয় 1989 সালে।* এখানে একটা কথা মনে রাখবে এই পার্কটির আগের নাম ছিলো “আন্নামালাই ন্যাশনাল পার্ক (Annamali National Park)।

90.”Hemis National Park”-কোথায় অবস্থিত?
(A) লাক্ষাদ্বীপে
(B) লাদাখে
(C) জম্মু ও কাশ্মীরে
(D) অরুনাচল প্রদেশ

Ans- (B) লাদাখে
(লাদাখে “Hemis National Park”-টি স্থাপিত হয় 1981 সালে)।

91.”ইন্দ্রাভাটি ন্যাশনাল পার্ক”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) ছত্রিশগড়
(C) অন্ধ্রপ্রদেশ
(D) হরিয়ানা

Ans-

92.”Kasu Brahmananda Reddy National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) ছত্রিশগড়
(C) অন্ধ্রপ্রদেশ
(D) হরিয়ানা

Ans- (C) অন্ধ্রপ্রদেশ
(অন্ধ্রপ্রদেশে “Kasu Brahmananda Reddy National Park”-টি স্থাপিত হয় 1994 সালে)।

93.”Intanki National Park”-কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরাখণ্ড
(B) সিকিম
(C) নাগাল্যান্ড
(D) ঝাড়খণ্ড

Ans- (C) নাগাল্যান্ড
(নাগাল্যান্ডে “Intanki National Park”-টি গড়ে তোলা হয় 1993 সালে)।

94.”Kanger Ghati National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) নিউ দিল্লী
(B) মিজোরাম
(C) মহারাষ্ট্র
(D) ছত্রিশগড়

Ans- (D) ছত্রিশগড়
(ছত্রিশগড়ে “Kanger Ghati National Park”- টি গড়ে তোলা হয় 1982 সালে।উল্লেখ্য এই পার্কটির পূর্বের নাম ছিল-“Kanger Valley”)।

95.”কানহা জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশে
(B) বিহারে
(C) মধ্যপ্রদেশে
(D) লাক্ষাদ্বীপে

Ans- (C) মধ্যপ্রদেশে
(মধ্যপ্রদেশে “কানহা জাতীয় উদ্যান”-টি তৈরি করা হয় 1955 সালে)।

96.”Kalesar National Park”- কোথায় অবস্থিত?
(A) হিমাচলপ্রদেশে
(B) আসামে
(C) হরিয়ানাতে
(D) বিহারে

Ans- (C) হরিয়ানাতে
(হরিয়ানাতে “Kalesar National Park”-টি তৈরি করা হয় 2003 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.