ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

71.”ব্ল্যাকবাক জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) পশ্চিমবঙ্গ
(C) দমন ও দিও
(D) মিজোরাম

Ans- (A) গুজরাট (ভেলাভাদর)।

72.”Dachigam National Park”- কোথায় অবস্থিত?
(A) জম্মু ও কাশ্মীরে
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(C) দমন ও দিওতে
(D) নিউ দিল্লীতে

Ans- (A) জম্মু ও কাশ্মীরে
(1981 সালে জম্মু ও কাশ্মীরে “Dachigam National Park”-টি স্থাপিত হয়)।

73.”Chandoli National Park” (চাঁদলী বা চান্দলী ন্যাশনাল পার্ক)- কোন রাজ্যে অবস্থিত?
(A) কর্ণাটক
(B) মধ্যপ্রদেশ
(C) মহারাষ্ট্রে
(D) হরিয়ানা

Ans- (C) মহারাষ্ট্রে
(মহারাষ্ট্রে “Chandoli National Park”-টি স্থাপিত হয় 2004 সালে)।

74.”ক্যাম্পবেল বায় ন্যাশনাল পার্ক” (Campbell Bay National Park)”-কোথায় অবস্থিত?
(A) লাক্ষাদ্বীপে
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(C) দমন ও দিওতে
(D) নিউ দিল্লীতে

Ans- (B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(“Campbell Bay National Park”-টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি করা হয় 1992 সালে)।

75.”করবেট ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
(A) ঝাড়খণ্ডে
(B) উত্তরপ্রদেশে
(C) পশ্চিমবঙ্গে
(D) উত্তরাখণ্ডে

Ans- (D) উত্তরাখণ্ডে
(“Corbett National Park”-টি উত্তরাখণ্ডে গড়ে তোলা হয় 1936 সালে)।

76.”Dudhwa National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) ঝাড়খণ্ড
(B) উত্তরপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) মনিপুর

Ans- (B) উত্তরপ্রদেশ
(উত্তরপ্রদেশে “Dudhwa National Park”-টি স্থাপিত হয় 1977 সালে)।

77.”ফসিল জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) মধ্যপ্রদেশে
(B) বিহারে
(C) পশ্চিমবঙ্গে
(D) মনিপুরে

Ans- (A) মধ্যপ্রদেশে
(মধ্যপ্রদেশে “ফসিল জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1983 সালে)।

78.”Eravikulam National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) হরিয়ানা
(B) রাজস্থান
(C) কেরালা
(D) অন্ধ্রপ্রদেশ

Ans- (C) কেরাল
(1978 সালে “Eravikulam National Park- টি তৈরি করা হয় কেরালাতে)।

79.”গির জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) পশ্চিমবঙ্গ
(C) দমন ও দিও
(D) সিকিম

Ans- (A) গুজরাট
(গুজরাটে “গির জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1975 সালে)।

80.”Galathea National Park”- কোথায় অবস্থিত?
(A) নাগাল্যান্ডে
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(C) দমন ও দিওতে
(D) নিউ দিল্লীতে

Ans- (B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে “Galathea National পার্ক-টি গড়ে তোলা হয় 1992 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.