ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

31.”Namdapha National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) সিকিম
(C) অরুনাচলপ্রদেশ
(D) কর্ণাটক

Ans- (C) অরুনাচলপ্রদেশ
(“Namdapha National Park”-টি অরুনাচলপ্রদেশে গড়ে তোলা হয় 1983 সালে)।

32.”নন্দাদেবী ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) জলপাইগুড়িতে
(B) উত্তরাখণ্ডে
(C) ঝাড়খণ্ডে
(D) মণিপুরে

Ans- (B) উত্তরাখণ্ডে
(উত্তরাখণ্ডে “Nanda Devi National Park”- স্থাপিত হয় 1982 সালে)।

33.নকরেক জাতীয় উদ্যান’- কোথায় অবস্থিত?
(A) মেঘালয়তে
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(C) দিসপুরে
(D) নাগাল্যান্ডে

Ans- (A) মেঘালয়তে
(1986 সালে মেঘালয়তে “নকরেক ন্যাশনাল পার্ক”-টি স্থাপিত হয়)।

34.”নন্দনকানন জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) বিহার
(C) মনিপুর
(D) আসাম

Ans- (A) উড়িষ্যা
(1976 সালে উড়িষ্যায় “নন্দনকানন জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয়)।

35.”নর্থ বটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক” কোন রাজ্যে অবস্থিত?
(A) ঝাড়খণ্ড
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) দিসপুর
(D) নাগাল্যান্ড

Ans- (B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 1987 সালে “North Button Island National Park”টি গড়ে তোলা হয়)।

36.”নেওরা উপত্যকা জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) আসামে
(B) উড়িষ্যাতে
(C) পশ্চিমবঙ্গে
(D) বিহারে

Ans- (C) পশ্চিমবঙ্গে
(এই ন্যাশনাল পার্কটি 1986 সালে পশ্চিমবঙ্গে স্থাপিত হয়)।

37.”নাভেগাঁও ন্যাশনাল পার্ক”কোথায় অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশে
(B) মহারাষ্ট্রে
(C) মণিপুরে
(D) সিকিমে

Ans- (B) মহারাষ্ট্রে
(“Navegaon National Park”টি মহারাষ্ট্রে স্থাপিত হয় 1975 সালে)।

38.”নামেরি জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) আসাম
(B) উড়িষ্যা
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার

Ans- (A) আসাম
(“Nameri National Park”- টি আসামে স্থাপিত হয় 1998 সালে)।

39.”মুরলেন ন্যাশনাল পার্ক” কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) ছত্রিশগড়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম

Ans- (D) মিজোরাম
(“Murlen National Park”- মিজোরামে গড়ে তোলা হয় 1991 সালে)।

40.”Middle Button National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) গোয়া
(C) নাগাল্যান্ড
(D) মনিপুর

Ans- (B) গোয়া
(1978 সালে গোয়াতে “Middle Button National Park”-টি স্থাপিত হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.