ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)
21.”রাজীব গান্ধী জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) ছত্রিশগড়ে
(B) উত্তরাখণ্ডে
(C) কর্ণাটকে
(D) বিহারে
22.”রাজাজী ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) ছত্রিশগড়ে
(B) উত্তরাখণ্ডে
(C) দেরাদুনে
(D) বিহারে
23.”রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) লাদেখে
(B) দেরাদুনে
(C) জম্মু ও কাশ্মীরে
(D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
24.”পেঞ্চ জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) দিল্লী
(C) লাদাখ
(D) পশ্চিমবঙ্গ
25.”পান্না জাতীয় উদ্যান”-কোথায় অবস্থিত?
(A) ঝাড়খণ্ডে
(B) সিকিমে
(C) মধ্যপ্রদেশে
(D) মিজোরামে
26.”ওরাং জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) আসাম
(C) নাগাল্যান্ড
(D) সিকিম
27.”পেরিয়ার ন্যাশনাল পার্ক”-কোন রাজ্যে অবস্থিত?
(A) কেরালা
(B) অন্ধ্রপ্রদেশ
(C) সিকিম
(D) মিজোরাম
28.”Phawngpui Blue Mountain National Park”- কোথায় অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) সিকিমে
(D) মিজোরামে
29.”পিন ভ্যালি ন্যাশনাল পার্ক”-কোন রাজ্যে অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গে
(B) হিমাচলপ্রদেশে
(C) সিকিমে
(D) মিজোরামে
30.”নাগারহোল ন্যাশনাল পার্ক”- কোন রাজ্যে অবস্থিত?
(A) নাগাল্যান্ড
(B) সিকিম
(C) কর্ণাটক
(D) দমন ও দিউ