ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

11.”সারিষ্কা ন্যাশনাল পার্ক”-কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাটে
(B) পশ্চিমবঙ্গে
(C) রাজস্থানে
(D) মেঘালয়ে

Ans- (C) রাজস্থানে
(“সারিষ্কা ন্যাশনাল পার্ক”-টি রাজস্থানে স্থাপিত হয় 1982 সালে)।

12.”সিরোহি ন্যাশনাল পার্ক”-কোন রাজ্যে অবস্থিত?
(A) মনিপুরে
(B) পশ্চিমবঙ্গে
(C) অন্ধ্রপ্রদেশে
(D) মেঘালয়ে

Ans- (A) মনিপুরে
(মনিপুরে “সিরোহি ন্যাশনাল পার্ক” টি স্থাপিত হয় 1982 সালে)।

13.”সিঙ্গালীলা জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) আসামে
(B) পশ্চিমবঙ্গে
(C) অন্ধ্রপ্রদেশে
(D) মেঘালয়ে

Ans- (B) পশ্চিমবঙ্গে
(পশ্চিমবঙ্গে “সিঙ্গালীলা জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1992 সালে)।

14.”সিমলিপাল জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উড়িষ্যায়
(B) বিহারে
(C) অন্ধ্রপ্রদেশে
(D) মেঘালয়ে

Ans- (A) উড়িষ্যায়
(“সিমলিপাল জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1980 সালে)।

15.”সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশে
(B) উত্তরাখণ্ডে
(C) মহারাষ্ট্রে
(D) বিহারে

Ans- (C) মহারাষ্ট্রে
( মহারাষ্ট্রে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1983 সালে)।

16.”A.K.A. Borivili National Park”- কোথায় অবস্থিত?
(A) মুম্বাইতে
(B) ঝাড়খণ্ডে
(C) বিহার
(D) নাগাল্যান্ডে

Ans- (A) মুম্বাইতে
(মুম্বাইতে “A.K.A. Borivili National Park”-টি স্থাপিত হয় 1983 সালে)।

17.”সঞ্জয় জাতীয় উদ্যান
পার্ক”(Sanjoy National Park)- কোন রাজ্যে অবস্থিত?
(A) ছত্রিশগড়ে
(B) মধ্যপ্রদেশে
(C) উড়িষ্যাতে
(D) A & B

Ans- (D) A & B
(এই পার্কটি ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে 1981 সালে স্থাপিত হয়)।

18.”সেলিম আলি ন্যাশনাল পার্ক”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশে
(B) জম্মু ও কাশ্মীরে
(C) কেরালাতে
(D) পাঞ্জাবে

Ans- (B) জম্মু-কাশ্মীরে
(“সেলিম আলি ন্যাশনাল পার্ক”-টি স্থাপিত হয় 1992 সালে)।

19.”রনথম্বর ন্যাশনাল পার্ক”-কোন রাজ্যে অবস্থিত?
(A) রাজস্থানে
(B) মধ্যপ্রদেশে
(C) গুজরাটে
(D) মণিপুরে

Ans- (A) রাজস্থানে
(রাজস্থানে “রনথম্বর ন্যাশনাল পার্ক”-টি স্থাপিত হয় 1980 সালে)।

20.”Saddle Peak National Park”- কোথায় অবস্থিত?
(A) দিল্লীতে
(B) মিজোরামে
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(D) গুজরাটে

Ans- (C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(“Saddle Peak National Park”-টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্থাপিত হয় 1987 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.