ভারতের বৃহত্তম স্থান ও বস্তু

31.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম মেলা?
(A) রথযাত্রা মেলা
(B) হরিদারের মেলা
(C) কুম্ভ মেলা
(D) যোগা মেলা

Ans- (C) কুম্ভ মেলা
(এই মেলাটি অনুষ্ঠিত হয় এলাহবাদে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম স্থলে (যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত)। প্রতি বারো বছর পর এই মেলা অনুষ্ঠিত হয় পৌষ পূর্ণিমায় এবং শেষ হয় মাঘী পূর্ণিমায়।* মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছর পর)।

32.ভারতের বৃহত্তম জলপ্রপাতের নাম কি?
(A) গেরসোপ্পা জলপ্রপাত
(B) জোজিলা জলপ্রপাত
(C) নায়াগ্রা জলপ্রপাত
(D) যোগ জলপ্রপাত

Ans- (A) গেরসোপ্পা জলপ্রপাত
(এটি কর্ণাটকের শিগোম জেলাতে অবস্থিত)।

33.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম পশুমেলা?
(A) নয়ডার পশুমেলা
(B) ভোপাল পশুমেলা
(C) শোনপুর পশুমেলা
(D) কাঞ্চিরাম পশুমেলা

Ans- (C) শোনপুর পশুমেলা
(এই পশুমেলাটি হয় বিহারে)।

34.ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদের নাম কি?
(A) উলার হ্রদ
(B) বৈকাল হ্রদ
(C) কাস্পিয়ান সাগর
(D) চিল্কা হ্রদ

Ans- (D) চিল্কা হ্রদ
(এই হ্রদটি উড়িষ্যাতে অবস্থিত)

35.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম তেল শোধনাগার?
(A) মথুরা তেল শোধনাগার
(B) কাম্বে তেল শোধনাগার
(C) ডিগবয় তেল শোধনাগার
(D) জামনগর তেল শোধনাগার

Ans- (D) জামনগর তেল শোধনাগার
(এটি গুজরাটে অবস্থিত।* এটি বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার।* এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের মালিকানাধীন।* আসামের ডিগবয় ভারতের প্রাচীনতম তেল শোধনাগার)।

36.ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
(A) উলার হ্রদ
(B) বৈকাল হ্রদ
(C) কাস্পিয়ান সাগর
(D) চিল্কা হ্রদ

Ans- (A) উলার হ্রদ
(এটি কাশ্মীরে অবস্থিত।* এখানে একটি মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত(নোনা) জলের হ্রদের নাম হল উড়িষ্যার চিল্কা হ্রদ)।

37.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা?
(A) দামোদর নদী পরিকল্পনা
(B) ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা
(C) হিরাকুদ বাঁধ নদী পরিকল্পনা
(D) গঙ্গা নদী পরিকল্পনা

Ans- (B) ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা

38.ভারতের বৃহত্তম শৈলাবাস কোথায় অবস্থিত?
(A) সিমলা
(B) লাদাখ
(C) মনিপুর
(D) জয়সালমীর

Ans- (A) সিমলা (হিমাচলপ্রদেশ)।

39.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম ব-দ্বীপ?
(A) গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল
(B) গঙ্গা যমুনার ব-দ্বীপ
(C) সুন্দরবন
(D) গঙ্গা ও শোন নদীর দোয়াব অঞ্চল

Ans- (C) সুন্দরবন
(সুন্দরবন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ)।

40.ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
(A) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
(B) কলকাতা বিশ্ববিদ্যালয়
(C) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(D) বিলাসপুর বিশ্ববিদ্যালয়

Ans- (B) কলকাতা বিশ্ববিদ্যালয়
(1857 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।* এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়।* এই বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য হলো “শিক্ষার অগ্রগতি”।* এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিন। * প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.