ভারতের বৃহত্তম স্থান ও বস্তু
21.ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
(A) থর মরুভূমি
(B) নাথুলা
(C) জোজিলা মরুভূমি
(D) সাহারা মরুভূমি
22.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম স্তূপ?
(A) হাজারীবাগের স্তূপ
(B) জাঙ্গা স্তূপ
(C) সাঁচির স্তূপ
(D) মনীলা স্তূপ
23.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম উদ্যান?
(A) সেন্ট্রাল পার্ক
(B) শিবপুর বোটানিক্যাল গার্ডেন
(C) গুজরাটের বল্লভভাই গার্ডেন
(D) মধ্যপ্রদেশের শিবরাজ গার্ডেন
24.ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি?
(A) চিত্তরঞ্জন ইস্পাত কারখানা
(B) লোকমটিভ ইস্পাত কারখানা
(C) কয়ালি ইস্পাত কারখানা
(D) ভিলাই
25.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম বাজার?
(A) মুম্বাই সুপার মার্কেট
(C) গান্ধী মার্কেট (নিউ দিল্লী)
(C) নিজাম মার্কেট (হায়দ্রাবাদ)
26.ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম কি?
(A) লাফার্জ তারামণ্ডল
(B) অম্বুজা তারামণ্ডল
(C) এম পি বিড়লা তারামণ্ডল
(D) মেনুকা তারামণ্ডল
27.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম বিমান বন্দর?
(A) মুম্বাই বিমান বন্দর
(B) কলকাতা বিমান বন্দর
(C) কোচি বিমান বন্দর
(D) লখনৌ বিমান বন্দর
28.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার?
(A) ন্যাশনাল লাইব্রেরী (অন্ধ্রপ্রদেশ)
(B) ন্যাশনাল লাইব্রেরী (কলকাতা)
(C) রাজীব গান্ধী লাইব্রেরী
(D) লক্ষীবাঈ লাইব্রেরী
29.ভারতের বৃহত্তম রেল স্টেশনের নাম কি?
(A) খড়গপুর রেল স্টেশন
(B) দাদর রেল স্টেশন
(C) ভিক্টরিয়াস টার্মিনাস
(D) দিসপুর রেল স্টেশন
30.ভারতের বৃহত্তম কারাগারের (জেল) নাম কি?
(A) বহরমপুরের জেল
(B) আন্দামান জেল
(C) তিহার জেল
(D) মনিপুর ন্যাশনাল জেল