ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর

Indian Geography GK Questions in Bengali

11.মোপলা উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
(A) ছত্রিশগড়
(B) ঝাড়খন্ড
(C) কেরালা
(D) উড়িষ্যা

Ans- (C) কেরালা

12.লুসাই উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে?
(A) ত্রিপুরা
(B) অসম
(C) বিহার
(D) উত্তরাখণ্ডে

Ans- (A) ত্রিপুরাতে লুসাই উপজাতি সম্প্রদায় বসবাস করে।

13.ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

Ans- (A) অন্ধ্রপ্রদেশ(2017-2018 এর হিসেব অনুযায়ী)। ধান উৎপাদনে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে,চীনের পরেই ভারতের স্থান। তবে হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারত বেশ পিছিয়ে- হেক্টর প্রতি ধান উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে জাপান(5700 কিলোগ্রাম)। চীনে 3350 কিলোগ্রাম এবং ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদন হয় ১৯৯০ কেজি।  ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষে রয়েছে পাঞ্জাব তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের মধ্যে সবচেযে বেশি ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। এই জন্য পশ্চিমবঙ্গের বর্ধমানকে ” ধানের গোলা” বলা হয়)।

14.” Bhabha Atomic Research Center” -কোথায় অবস্থিত?
(A) পাঞ্জাবে
(B) লাগাল্যান্ডে
(C) দমন ও দিউতে
(D) মহারাষ্ট্রে

Ans- (D) মহারাষ্ট্রের মুম্বাইতে( Bhabha Atomic Research Center অবস্থিত।এটি স্থাপিত হয় 1954 সালে)।

15.নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
(A) গঙ্গোত্রী হিমবাহে
(B) বঙ্গোপসাগরে
(C) যমুনেত্রীতে
(D) অমরকণ্টকে

Ans- (D)অমরকণ্টকে(অমরকণ্টকের শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তিস্থল এবং পতনস্থল বা পতিত হয়েছে আরব সাগরের খাম্বাত উপসাগরে)।সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ “সুখপ্রদয়িনী”। এই মধ্য ভারতের নদীটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী। পশ্চিম বাহিনী এই নদীটি উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্দেশ করে। এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার।”পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি”- গ্রন্থে নর্মদাকে “নম্মদাস” (Nammadus) বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশরা এই নদীকে “নেরবুড্ডা”(Nerbudda) বলতো)।

16.পিরপাঞ্জাল গিরিপথ কোথায় অবস্থিত?
(A) লাক্ষাদ্বীপে
(B) জম্মু কাশ্মীরে
(C) হরিয়ানাতে
(D) গুজরাটে

Ans- (B) জম্মু কাশ্মীরে (গিরিপথ বা “গিরিবত্ম” হলো পর্বতশ্রেণী বা পর্বতের ঢালে অবস্থিত সড়ক পথ। পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ হলো কলোরাডোর আলিপনা যার উচ্চতা 13550 ফুট)।

17.ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) K2
(B) গডউইন অস্টিন
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) সিঙ্গালীলা পর্বত
(C)কাঞ্চনজঙ্ঘা

Ans- (কাঞ্চনজঙ্ঘা ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এর উচ্চতা 8586 মিটার)। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকুফু এর উচ্চতা 3636 মিটার)।

18.মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত?
(A) ভারত মহাসাগরে
(B) আটলান্টিক মহাসাগরের
(C) বাল্টিক সাগরে
(D) প্রশান্ত মহাসাগরের

Ans- (D) প্রশান্ত মহাসাগরের (প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম গিরিখাত বা সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত।এই খাত বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে 2550 কিমি ধরে বিস্তৃত।এর গড় বিস্তার 70 কিমি।অধগমন নামক একটি ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি গঠিত হয়েছে। খাতটির দক্ষিণ প্রান্তীয় সীমায় “গুদাম দ্বীপের” 340 কিমি দক্ষিণ-পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত। এটি আবিষ্কৃত হয় 1948 সালে)।

19.”পাম্পাস তৃণভূমি”-কোথায় অবস্থিত?
(A) দক্ষিণ আমেরিকায়
(B) উত্তর আমেরিকায়
(C) ব্রাজিলে
(D) দক্ষিণ আফ্রিকারয়

Ans- (A) দক্ষিণ আমেরিকায় (তবে ব্রাজিলে এবং আর্জেন্টিনাতে পাম্পাস তৃণভূমি দেখা যায়)।

20.কেরলে উপস্থিত কোন উপকূল ?
(A) করমণ্ডল উপকূল
(B) মালাবার উপকূল
(C) কানাডা উপকূল
(D) কাঞ্চন উপকূল

Ans- (B) মালাবার উপকূল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.