ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
Welcome to GK Bangla,s “Indian Geography GK” Section. Read and practice ‘Indian Geography General Knowledge (GK) Questions and answers in Bengali. In this section, you will find Quiz about finding Indian river, Indian lake, city, waterfall, mountains, important places, etc. |
Top 350 ভূগোল জিকে প্রশ্ন | ভারতের নদ নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Daily GK Questions | Top 200 Basic GK in Bangla |
- কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) তাপ্তি
(C) মহানদী
(D) গোদাবরী
- ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরস্বতী
(D) কাবেরী
- ডিব্রুগর শহরটি কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) ব্রহ্মপুত্র
(B) কালসুবাই
(C) মহানদী
(D) ঝিলম নদীর পাড়ে
- ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) বিপাশা
(B) সতুদ্রু
(C) যমুনা
(D) সরস্বতী
- গোহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) ঝিলম
(B) বিতস্তা
(C) কাবেরী
(D) ব্রহ্মপুত্র
- আগ্রা শহর কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) যমুনা
(B) গোদাবরী
(C) সরস্বতী
(D) কাবেরী
- অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) তাপ্তি নদীর পাড়ে
(B) নর্মদা নদীর পাড়ে
(C) সরয়ূ নদীর পাড়ে
(D) সবরমতী নদীর পাড়ে
- আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) সবরমতী নদীর তীরে
(B) যমুনা নদীর তীরে
(C) ব্রাম্মনী নদীর পাড়ে
(D) গঙ্গা নদীর তীরে
- বদ্রিনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরস্বতী
(D) কাবেরী
- কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা নদীর পাড়ে
(B) গোদাবরী নদীর ধারে
(C) কাবেরী নদীর তীরে
(D) হুগলী নদীর পাড়ে
Pages: 1 2