ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
21.নিন্মের কোনটি ত্রিপুরার নৃত্যকলা?
(A) হুজাগিরি, বিজু
(B) গাজন, দাইলো
(C) সংরাই,গালামুচামো
(D) উপরের সবকটি
22.”যুদ্ধ নাচ”-কোথাকার লোকনৃত্য?
(A) আসামের
(B) নাগাল্যান্ডের
(C) কেরলের
(D) উত্তরাখণ্ডের
23.নিন্মের কোনটি ছত্রিশগড়ের নৃত্যকলা?
(A) সুয়া নাচ,কর্মা
(B) শৈল,গেন্দি
(C) পান্থী
24.”হুরকা বাউল”- কোথাকার লোকনৃত্য?
(A) আসামের
(B) নাগাল্যান্ডের
(C) কেরলের
(D) উত্তরাখণ্ডের
25.নিন্মের কোনটি ঝাড়খণ্ডের লোকনৃত্য?
(A) সাঁতালি নৃত্য,ছৌ নাচ
(B) পাইকা, কর্মা
(C) A & B দুটোই ঠিক
(D) শুধুমাত্র A
26.নিন্মের কোনটি অরুনাচল প্রদেশের লোকনৃত্য?
(A) খামতি,দামিন্দা
(B) ওয়াংচ,পনাং
(C) বুইয়া
(D) উপরের সবগুলিই
27.”মান্ডো”-কোথাকার লোকনৃত্য?
(A) উত্তরভারতের
(B) গোয়ার
(C) তামিলনাড়ুর
(D) কেরালার
28.”ছৌ নাচ”- কোথাকার নৃত্যকলা-
(A) ঝাড়খণ্ডের, বিহারের
(B) উড়িষ্যার
(C) পশ্চিমবঙ্গের
(D) উপরের সবকটিই
29.”খুকুরী নাচ”- কোথাকার নৃত্যকলা?
(A) উত্তরপ্রদেশের
(B) মণিপুরের
(C) সিকিমের
(D) বিহারের
30.”ভারতনাট্যম” লোকনৃত্য কোন রাজ্যের?
(A) কর্ণাটকের
(B) তামিলনাড়ুর
(C) অন্ধ্রপ্রদেশের
(D) A & B সঠিক