ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

11.”ডল্লু কুনিথা”-কোন রাজ্যের লোকনৃত্য?
(A) মহারাষ্ট্রের
(B) অন্ধ্রপ্রদেশের
(C) কর্ণাটকের
(D) উত্তরাখণ্ডের

Ans-(C) কর্ণাটকের
(কর্ণাটকের লোকনৃত্যগুলি হলো- ডল্লু কুনিথা, আরাধনা,হাতারী(হাটারী), সুগী, কুনিথা, ইয়াকশাগণ, বায়ালতা,উগাদী,ভুথা, ভারতন্যটম এবং কামসালে)।

12.”গাজন”- কোন রাজ্যের লোকনৃত্য?
(A) পশ্চিমবঙ্গের
(B) বিহারের
(C) উড়িষ্যার
(D) কেরালার

Ans-(A) পশ্চিমবঙ্গের
(পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলি হলো- গাজন,ছৌ নাচ, যাত্রা,কীর্তন,বাউল, সাঁওতালি, টুসু,বৃতা, মুন্ডরী এবং গাম্ভীরা)।

13.নিন্মের কোনটি গুজরাটের লোকনৃত্য?
(A) চেরাউ
(B) গাম্ভীরা
(C) গরবা
(D) ছৌ নাচ

Ans-(C) গরবা
(গুজরাটের লোকনৃত্যগুলি হলো- গরবা(গর্বা),টিপ্পনী, হুদো,গণপতি,ভজন, রাসলীলা,গাড়োয়া, পাধার এবং ডান্ডিয়া)।

14.নিন্মের কোনটি মিজোরামের লোকনৃত্য?
(A) চেরাউ
(B) সারলামকাই
(C) খুয়াল্লাম
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(মিজোরামের মোট চারটি লোকনৃত্য- চেরাউ, সারলামকাই,খানটুম এবং খুয়াল্লাম)।

15.”ওডিসি নাচ”-কোথাকার লোকনৃত্য?
(A) উড়িষ্যার
(B) ঝাড়খণ্ডের
(C) বিহারের
(D) মধ্যপ্রদেশের

Ans-(A) উড়িষ্যার
(উড়িষ্যার লোকনৃত্যগুলি হলো- ওডিসি,ছৌ নাচ, বাঘা নৃত্য,পাইকা নৃত্য,ঘুমুর, সম্বলপুরী,ডান্তানাটা, গোটিপুয়া,রণপা এবং চৈতি ঘোড়া)।

16.নিন্মের কোনটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য?
(A) হাফিজা, হিকাট
(B) রৌফ, কুদ
(C) ছাকরি, দমহাল
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(অর্থাৎ জম্মু কাশ্মীরে লোকনৃত্যগুলি হলো- হাফিজা, হিকাট, রৌফ, কুদ, ছাকরি এবং দমহাল)।

17.”কথাকলি”- কোথাকার লোকনৃত্য?
(A) পশ্চিমবঙ্গের
(B) বিহারের
(C) উড়িষ্যার
(D) কেরালার

Ans-(D) কেরালার
(কেরালার লোকনৃত্যগুলি হলো- কথাকলি,কৃষ্ণ নাট্যম, দাসী অট্টম,সারি,মোহিনী অট্টম, কুথি অট্টম থুল্লাল,পান্না,থুম্পি এবং কুম্মাত্তি)।

18.”কালবেলিয়া ভাবোই”-কোন রাজ্যের নৃত্যকলা?
(A) আসামের
(B) রাজস্থানের
(C) বিহারের
(D) দিল্লীর

Ans-(B) রাজস্থানের
(রাজস্থানের লোকনৃত্যগুলি হলো- কালবেলিয়া ভাবোই,ডান্ডিয়া রাস,ছামের গিরনার,ঝুমুর, ঘুমুর,খেয়াল, গের নৃত্য,কাঠ পুতলি,তেরাহ তালি এবং চারি)।

19.”বাসুরী”-কোথাকার নৃত্যকলা?
(A) পাঞ্জাবের
(B) হরিয়ানার
(C) বিহারেট
(D) তামিলনাড়ুর

Ans-(B) হরিয়ানার
(হরিয়ানার লোকনৃত্যগুলি হলো- বাসুরী,সোয়াং,ফাগ, খরিয়া,বিণ,লুর,ঘুমুর এবং ঝুমুর)।

20.নিন্মের কোনটি তামিলনাড়ুর নৃত্যকলা?
(A) কোলাট্টম,কারাগোট্টম
(B) ভারতনাট্যম, কুম্মী
(C) A & B দুটোই
(D) শুধুমাত্র B

Ans-(C) A & B দুটোই
(তামিলনাড়ুর লোকনৃত্যগুলি হলো- ভারতনাট্যম, কুম্মী,কোলাট্টম এবং কারাগোট্টম)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.