সংবিধান GK প্রশ্ন (ভারতীয় নাগরিকতা)
11.”People of Indian Origin” (PIO) বা ভারতীয় বংশোদ্ভূত বলতে বোঝায়-
(A) যে ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে।
(B) ব্যক্তি নিজে অথবা পিতা-মাতার কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছেন।
(C) এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন
(D) উপরোক্ত সবকটিই সঠিক
12.1955 সালের ভারতীয় নাগরিককতা আইনে নাগরিকতা অর্জনের ক’টি পদ্ধতির কথা বলা হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 6 টি
(D) 7 টি
13.ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য “Dual Citizenship Act” (দ্বৈত নাগরিকতা আইন) কবে পাস করেন?
(A) 1955 সালে
(B) 2003 সালে
(C) 1986 সালে
(D) 2005 সালে
14.2003 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইনটি সংশোধন করা হয়?
(A) জে.এম. লিংডো কমিটির
(B) এল.এম. সিংভি কমিটির
(C) ভি.আর.চোপড়া কমিটির
(D) লোধা কমিটির
15.ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা- বিষয়ক ধারাগুলি উল্লেখ রয়েছে?
(A) চতুর্থ অংশে
(B) তৃতীয় অংশে
(C) দ্বিতীয় অংশে
(D) প্রথম অংশে
16.1956 সালের নাগরিকতা আইনে উল্লেখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না-
(A) কমনওয়েলথভুক্ত দেশ গুলির নাগরিকদের ক্ষেত্রে
(B) দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ক্ষেত্রে
(C) লীগ অফ নেশনস-এর অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে
(D) UNO -এর সদস্য দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে
17.ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে-
(A) ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে
(B) 1935 সালের ভারত শাসন আইনে
(C) 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনে
(D) 1955 সালে ভারতীয় নাগরিকতা আইনে
18.কোনো একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব লোপ পেতে পারে-
(A) যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগে লিপ্ত থাকলে
(B) যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গৃহন করেন।
(C) অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে
(D) All of the above
19.ভারতীয় নাকরিকতা আইন প্রথম কবে সংশোধিত হয়?
(A) 1982 সালে
(B) 1986 সালে
(C) 2003 সালে
(D) None of these