সংবিধান GK প্রশ্ন (ভারতীয় নাগরিকতা)

11.”People of Indian Origin” (PIO) বা ভারতীয় বংশোদ্ভূত বলতে বোঝায়-
(A) যে ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে।
(B) ব্যক্তি নিজে অথবা পিতা-মাতার কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছেন।
(C) এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন
(D) উপরোক্ত সবকটিই সঠিক

Ans-(D) উপরোক্ত সবকটিই সঠিক

12.1955 সালের ভারতীয় নাগরিককতা আইনে নাগরিকতা অর্জনের ক’টি পদ্ধতির কথা বলা হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 6 টি
(D) 7 টি

Ans-(C) 6 টি
(ভারতে কোনো ব্যকীকে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান এবং বিলোপ সাধন সম্পর্কিত আইনটিই হলো নাগরিকতা আইন (1955)।নাগরিকতা-সংক্রান্ত 1986, 1992, 2003, 2005 এবং 2015 সালের সংশোধনী আইনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।নাগরিকতা অর্জনের (Acquisition of Citizenship) যে 6টি প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেগুলি নিন্মরূপ:-
(i) জন্মসূত্রে (By Birth)- এর মাধ্যমে
(ii) উত্তরাধিকার সূত্রে (By Descent)- এর মাধ্যমে
(iii) নথিভুক্তকরণ (By Registration) -এর মাধ্যমে
(iv) দেশীয়করণ (By Nationalisation)-এর মাধ্যমে এবং
(v) ভারতভুক্তিকরণ (Incorporation of Territory) -এর মাধ্যমে
(vi) অনাবাসী ভারতীয় (Overseas Citizenship) এর মাধ্যমে)।

13.ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য “Dual Citizenship Act” (দ্বৈত নাগরিকতা আইন) কবে পাস করেন?
(A) 1955 সালে
(B) 2003 সালে
(C) 1986 সালে
(D) 2005 সালে

Ans- (B) 2003 সালে (ডিসেম্বর)

14.2003 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইনটি সংশোধন করা হয়?
(A) জে.এম. লিংডো কমিটির
(B) এল.এম. সিংভি কমিটির
(C) ভি.আর.চোপড়া কমিটির
(D) লোধা কমিটির

Ans-(B) এল.এম. সিংভি কমিটির

15.ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা- বিষয়ক ধারাগুলি উল্লেখ রয়েছে?
(A) চতুর্থ অংশে
(B) তৃতীয় অংশে
(C) দ্বিতীয় অংশে
(D) প্রথম অংশে

Ans- (C) দ্বিতীয় অংশে

16.1956 সালের নাগরিকতা আইনে উল্লেখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না-
(A) কমনওয়েলথভুক্ত দেশ গুলির নাগরিকদের ক্ষেত্রে
(B) দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ক্ষেত্রে
(C) লীগ অফ নেশনস-এর অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে
(D) UNO -এর সদস্য দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে

Ans-(C) লীগ অফ নেশনস-এর অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে

17.ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে-
(A) ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে
(B) 1935 সালের ভারত শাসন আইনে
(C) 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনে
(D) 1955 সালে ভারতীয় নাগরিকতা আইনে

Ans-(D) 1955 সালে ভারতীয় নাগরিকতা আইনে

18.কোনো একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব লোপ পেতে পারে-
(A) যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগে লিপ্ত থাকলে
(B) যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গৃহন করেন।
(C) অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে
(D) All of the above

Ans- (D) All of the above

19.ভারতীয় নাকরিকতা আইন প্রথম কবে সংশোধিত হয়?
(A) 1982 সালে
(B) 1986 সালে
(C) 2003 সালে
(D) None of these

Ans- (B) 1986 সালে
(ভারতীয় নাগরিকতা আইনটি পাস হয় পার্লামেন্টে 1955 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.