সংবিধান GK প্রশ্ন (ভারতীয় নাগরিকতা)
1.ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিন্মের কোন বিষয়টি প্রযোজ্য নয়?
(A) নথিভুক্তকরণ
(B) দেশীয়করণ
(C) জন্মসূত্রে
(D) সম্পত্তি ক্রয়
2.ভারতীয় নাগরিকতা আইন কবে প্রবর্তিত হয়?
(A) 1954 সালে
(B) 1955 সালে
(C) 1956 সালে
(D) 1961 সালে
3.ভারতবর্ষে পূর্ন নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে নূন্যতম বয়সসীমা কত?
(A) 21 বছর
(B) 19 বছর
(C) 18 বছর
(D) 22 বছর
4.রেজিট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতবর্ষে বসবাস করতে হয়?
(A) 7 বছর
(B) 10 বছর
(C) 4 বছর
(D) 11 বছর
5.কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকদের ন্যায় যে অধিকার লাভের থেকে বঞ্চিত থাকেন,তা হলো-
(A) সামাজিক
(B) রাজনৈতিক
(C) সামাজিক ও পৌর
(D) পৌর
6.ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারানাগুলি কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে?
(A) 5 – 11 নং ধারায়
(B) 6 – 11 নং ধারায়
(C) 7 – 11 নং ধারায়
(D) 3 – 11 নং ধারায়
7.ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্ব হলো-
(A) বহুনাগরিকত্ব
(B) দ্বি-নাগরিকত্ব
(C) একনাগরিকত্ব
(D) উপরের সবগুলিই
8.সংবিধানে ভারতীয় নাগরিকত্ব অবসানের ক’টি কারণ উল্লেখিত আছে?
(A) একটি
(B) দুটি
(C) সাতটি
(D) চারটি
9.ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার শর্তাবলী প্রয়োগ করা থাকে-
(A) নির্বাচন কমিশনে
(B) রাষ্ট্রপতির কাছে
(C) প্রধানমন্ত্রীর কাছে
(D) সংসদে
10.ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে
(B) আমেরিকার সংবিধান থেকে
(C) সুইডেনের সংবিধান থেকে
(D) কানাডার সংবিধান থেকে