বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস

51.”বিশ্ব ডায়াবেটিস দিবস”-কোন দিনটিতে উদযাপন করা হয়?
(A) 1 লা জুলাই
(B) 27 শে জুন
(C) 3 রা জুলাই
(D) 3 ই জুলাই

Ans-(B) 27 শে জুন

52.”বিশ্ব ব্যাংক দিবস”-কবে পালন করা হয়?
(A) 1 লা জুলাই
(B) 7 ই জুলাই
(C) 3 রা জুলাই
(D) 3 ই জুলাই

Ans-(A) 1 লা জুলাই
(এই দিনটি আবার চিকিৎসা দিবস” হিসেবে উদযাপন করা হয়)।(B) 27 শে জুন

53.”বিশ্ব জনসংখ্যা দিবস”-কবে পালন করা হয়?
(A) 12 ই জুলাই
(B) 13 ই জুলাই
(C) 11 ই জুলাই
(D) 10 ই জুলাই

Ans-(C) 11 ই জুলাই

54.”বেতন সঞ্চয় দিবস”-কবে প্রতিপালিত হয়?
(A) 12 ই জুলাই
(B) 13 ই জুলাই
(C) 14 ই জুলাই
(D) 15 ই জুলাই

Ans-(D) 15 ই জুলাই

55.”বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস”- কোন দিনটিতে উদযাপন করা হয়?
(A) 3 রা আগস্ট
(B) 4 ই আগস্ট
(C) 1 লা আগস্ট
(D) 5 ই আগস্ট

Ans-(C) 1 লা আগস্ট

56.”হিরোশিমা দিবস” কবে উদযাপন করা হয়?
(A) 7 ই আগস্ট
(B) 4 ই আগস্ট
(C) 9 ই আগস্ট
(D) 6 ই আগস্ট

Ans-(D) 6 ই আগস্ট
(1945 খ্রিস্টাব্দের 6 ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং সেই জন্যই ওই দিনটিকে “হিরোশিমা দিবস”-হিসেবে পালন করা হয়)।

57.”নাগাসাকি দিবস”- কবে পালন করা হয়?
(A) 7 ই আগস্ট
(B) 8 ই আগস্ট
(C) 9 ই আগস্ট
(D) 6 ই আগস্ট

Ans-(C) 9 ই আগস্ট
(1945 খ্রিস্টাব্দের 9 ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং সেই জন্যই ওই দিনটিকে “নাগাসাকি দিবস”-হিসেবে পালন করা হয়)।

58.”আন্তর্জাতিক যুব দিবস”-কবে উদযাপন করা হয়?
(A) 10 ই আগস্ট
(B) 12 ই আগস্ট
(C) 11 ই আগস্ট
(D) 13 ই আগস্ট

Ans-(B) 12 ই আগস্ট
(একটা কথা মনে রাখবে ভারতে “যুব দিবস” পালন করা হয় 12 ই জানুয়ারি)।

59.ভারতে “স্বাধীনতা দিবস”-কবে উদযাপন করা হয়?
(A) 14 ই আগস্ট
(B) 16 ই আগস্ট
(C) 15 ই আগস্ট
(D) 13 ই আগস্ট

Ans-(C) 15 ই আগস্ট
(1947 সালের 15 ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে)।

60.”জাতীয় ক্রীড়া দিবস”-কোন দিনটিতে উদযাপন করা হয়?
(A) 20 ই আগস্ট
(B) 22 শে আগস্ট
(C) 27 শে আগস্ট
(D) 29 শে আগস্ট

Ans-(D) 29 শে আগস্ট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.