ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ
31.ভারতের সবথেকে” বড় জলাধার বাঁধ”- কোনটি?
(A) ইন্দিরা সাগর বাঁধ
(B) গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ
(C) গোবিন্দ সাগর হ্রদ
(D) নাপথা ঝাঁকরি বাঁধ
32.”কৃষ্ণরাজ সাগর বাঁধ”- কোন নদীর উপরে গড়ে উঠেছে?
(A) কৃষ্ণা নদীর তীরে
(B) গোদাবরী নদীর তীরে
(C) নর্মদা নদীর তীরে
(D) কাবেরী নদীর তীরে
33.”মেত্তুর বাঁধ” – কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) নর্মদা নদীর উপর
(B) গঙ্গা নদীর উপর
(C) যমুনা নদীর উপর
(D) কাবেরী নদীর উপর
34.”ভবানী সাগর বাঁধ”- কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) তাপ্তি নদীর উপর
(B) যমুনা নদীর উপর
(C) ভবানী নদীর উপর
(D) গোদাবরী নদীর উপর
35.ভারত আর ভুটানের সহযোগিতায় কোন ভ্যালি প্রজেক্ট গড়ে উঠেছে?
(A) সঙ্কোশ ভ্যালি প্রজেক্ট
(B) ভাকরানাঙ্গল ভ্যালি প্রজেক্ট
(C) নর্মদা ভ্যালি প্রজেক্ট
(D) ভবানী সাগর ভ্যালি প্রজেক্ট।
36.” পেল্লুর বাঁধ”- কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(A) নর্মদা নদীর তীরে
(B) তাপ্তি নদীর তীরে
(C) ভবানী নদীর তীরে
(D) কয়না নদীর তীরে
37.”মহারানা সাগর বাঁধ”-এর অপর নাম কি ?
(A) কোটেশ্বর বাঁধ
(B) পাঞ্চেৎ বাঁধ
(C) উড়ন্ত বাঁধ
(D) পঙ্গ বাঁধ
38.”কোটেশ্বর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাটে
(B) উত্তরপ্রদেশে
(C) উত্তরাখণ্ডে
(D) বিহারে
39.ভারতের সবচেয়ে বড় কৃতিম জলাধার বা হ্রদ কোনটি?
(A) জহর সাগর বাঁধ
(B) গোবিন্দ বল্লভপন্থ সাগর বাঁধ
(C) হিরাকুদ বাঁধ
(D) শুধুমাত্র C
40.”তুঙ্গভদ্রা নদী পরিকল্পনার”- অপর নাম কি?
(A) পম্প সাগর বাঁধ
(B) অমৃত সাগর বাঁধ
(C) জহর সাগর বাঁধ
(D) উপরের কোনোটিই নয়
350 টি সেরা ভূগোল জিকে | ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর |
ভারতীয় নদ-নদী বিষয়ক প্রশ্ন | ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ |