ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ

31.ভারতের সবথেকে” বড় জলাধার বাঁধ”- কোনটি?
(A) ইন্দিরা সাগর বাঁধ
(B) গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ
(C) গোবিন্দ সাগর হ্রদ
(D) নাপথা ঝাঁকরি বাঁধ

Ans- (A) ইন্দিরা সাগর বাঁধ
( এটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে।
**ভারতের সবচেয়ে বড় কৃত্রিম জলাধার বাঁধ হল গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ)।

32.”কৃষ্ণরাজ সাগর বাঁধ”- কোন নদীর উপরে গড়ে উঠেছে?
(A) কৃষ্ণা নদীর তীরে
(B) গোদাবরী নদীর তীরে
(C) নর্মদা নদীর তীরে
(D) কাবেরী নদীর তীরে

Ans- (D) কাবেরী নদীর তীরে
( এটি কর্ণাটকে অবস্থিত)।

33.”মেত্তুর বাঁধ” – কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) নর্মদা নদীর উপর
(B) গঙ্গা নদীর উপর
(C) যমুনা নদীর উপর
(D) কাবেরী নদীর উপর

Ans- (D) কাবেরী নদীর উপর
(এটি তামিলনাড়ুতে অবস্থিত)।

34.”ভবানী সাগর বাঁধ”- কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) তাপ্তি নদীর উপর
(B) যমুনা নদীর উপর
(C) ভবানী নদীর উপর
(D) গোদাবরী নদীর উপর

Ans- (C) ভবানী নদীর উপর
(এটি তামিলনাড়ুতে অবস্থিত।
* এই ভবানী নদীর উপর গড়ে তোলা হয়েছে “পেল্লুর বাঁধ”)

35.ভারত আর ভুটানের সহযোগিতায় কোন ভ্যালি প্রজেক্ট গড়ে উঠেছে?
(A) সঙ্কোশ ভ্যালি প্রজেক্ট
(B) ভাকরানাঙ্গল ভ্যালি প্রজেক্ট
(C) নর্মদা ভ্যালি প্রজেক্ট
(D) ভবানী সাগর ভ্যালি প্রজেক্ট।

Ans- (A) সঙ্কোশ ভ্যালি প্রজেক্ট
(এটি সঙ্কোশ নদীর উপর গড়ে উঠেছে)।

36.” পেল্লুর বাঁধ”- কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(A) নর্মদা নদীর তীরে
(B) তাপ্তি নদীর তীরে
(C) ভবানী নদীর তীরে
(D) কয়না নদীর তীরে

Ans- (C) ভবানী নদীর তীরে
(এটি তামিলনাড়ুতে অবস্থিত)।

37.”মহারানা সাগর বাঁধ”-এর অপর নাম কি ?
(A) কোটেশ্বর বাঁধ
(B) পাঞ্চেৎ বাঁধ
(C) উড়ন্ত বাঁধ
(D) পঙ্গ বাঁধ

Ans- (D) পঙ্গ বাঁধ
(এটি হিমাচল প্রদেশের বিয়াস(বিপাশা) নদীর উপর গড়ে উঠেছে)।

38.”কোটেশ্বর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাটে
(B) উত্তরপ্রদেশে
(C) উত্তরাখণ্ডে
(D) বিহারে

Ans- (C) উত্তরাখণ্ডে
(এটি ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে)।

39.ভারতের সবচেয়ে বড় কৃতিম জলাধার বা হ্রদ কোনটি?
(A) জহর সাগর বাঁধ
(B) গোবিন্দ বল্লভপন্থ সাগর বাঁধ
(C) হিরাকুদ বাঁধ
(D) শুধুমাত্র C

Ans- (B) গোবিন্দ বল্লভপন্থ সাগর বাঁধ।

40.”তুঙ্গভদ্রা নদী পরিকল্পনার”- অপর নাম কি?
(A) পম্প সাগর বাঁধ
(B) অমৃত সাগর বাঁধ
(C) জহর সাগর বাঁধ
(D) উপরের কোনোটিই নয়

Ans- (A) পম্প সাগর বাঁধ(এটি কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর উপর গড়ে উঠেছে)।

350 টি সেরা ভূগোল জিকেভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
ভারতীয় নদ-নদী বিষয়ক প্রশ্নভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.