ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ
11.”কালপক্কম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট”- কোনো রাজ্যে অবস্থিত?
(A) হরিয়ানাতে
(B) পাঞ্জাবে
(C) নিউ দিল্লীতে
(D) তামিলনাড়ুতে
12.ভারতের সবথেকে লম্বা খাল বা ক্যানেল কোনটি?
(A) ইন্দিরা গান্ধী খাল
(B) হিসার খাল
(C) গোবিন্দ বল্লভপন্থ সাগর
(D) কৃষ্ণরাজ সাগর খাল
13.ভারতের সব থেকে উঁচু বাঁধ কোনটি?
(A) ভাকরানাঙ্গল বাঁধ
(B) তেহেরী বাঁধ
(C) রিহান্দ বাঁধ
(D) পাঞ্চেৎ বাঁধ
14.” নর্মদা সাগর প্রজেক্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) উড়িষ্যা
(D) বিহার
15.”ওমকারেশ্বর প্রজেক্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাড়ুতে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) কেরালাতে
(D) মধ্যপ্রদেশে
16.” সর্দার সরোবর প্রজেক্ট”- কোন নদীর তীরে অবস্থিত?
(A) হুগলী নদীর তীরে
(B) মুয়েরেশ্বর নদীর তীরে
(C) নর্মদা নদীর তীরে
(D) ব্রম্মপুত্র নদীর তীরে
17.ভারতের প্রথম “দুই নদী যুক্তকারী প্রজেক্টের”- নাম কি?
(A) ইন্দিরা গান্ধী ক্যানেল
(B) দামোদর ভ্যালি প্রজেক্ট
(C) কেন-বেতোয়া প্রজেক্ট
(D) সর্দার সরোবর প্রজেক্ট
18.ভারতের সব থেকে পুরনো বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
(A) ভাকরানাঙ্গল ভ্যালি কর্পোরেশন
(B) নর্মদা ভ্যালি প্রজেক্ট
(C) মাহেশ্বর প্রজেক্ট
(D) দামোদর ভ্যালি প্রজেক্ট
19.” মাহেশ্বর প্রজেক্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশে
(B) বিহারে
(C) মধ্যপ্রদেশে
(D) উত্তরাখণ্ডে
20.” নর্মদা ভ্যালি প্রজেক্ট”- কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ ও গুজরাট
(B) তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ ও গুজরাট
(D) মধ্যপ্রদেশ ও গুজরাট