ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ
1.”কুন্ডাকুলাম (কুড়ানকুলাম) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) অসমে
(B) মণিপুরে
(C) তামিলনাড়ুতে
(D) অন্ধ্রপ্রদেশে
2. “রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন”- কোন রাজ্যে অবস্থিত?
(A) রাজস্থানে
(B) মধ্যপ্রদেশে
(C) কেরলে
(D) দমন দিওতে
3. “তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন”- কোন রাজ্য অবস্থিত?
(A) মহারাষ্ট্রে
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরলে
(D) মুম্বাইতে
4. “জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) ত্রিপুরাতে
(B) অসমে
(C) দিল্লীতে
(D) মহারাষ্ট্রে
5. “নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট’- কোন রাজ্যে অবস্থিত?
(A) হরিয়ানাতে
(B) উত্তরপ্রদেশে
(C) কর্ণাটকে
(D) তামিলনাড়ুতে
6. ” কাঁকড়াপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাটে
(B) কর্ণাটকে
(C) মধ্যপ্রদেশে
(D) কেরলে
7. “Mithivirdi Nuclear Power Plant”- কোন রাজ্যে অবস্থিত?
(A) হরিয়ানাতে
(B) পশ্চিমবঙ্গে
(C) গুজরাটে
(D) বিহারে
8. ” Gorakhpur Atomic Power Station”- কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাটে
(B) হরিয়ানাতে
(C) কর্ণাটকে
(D) মহারাষ্ট্রে
9. “Kaiga Nuclear Power Station”- কোন রাজ্যে অবস্থিত?
(A) তেলেঙ্গানাতে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) কর্ণাটকে
(D) গুজরাটে
10. ” Chutka Nuclear Power Station”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশে
(B) তামিলনাড়ুতে
(C) কেরালাতে
(D) দিল্লীতে