মানুষের জননতন্ত্র বিষয়ক জিকে প্রশ্ন ও উত্তর

51. উভলিউশনের পর ডিম্বাণুকে সঞ্চয় করার কাজ কে করে?
(A) Placenta
(B) Fimbriae
(C) Infundibulum
(D) Isthmus

Ans-(B) Fimbriae (ফিমব্রায়ী)

52. Placenta (প্লাসেন্টা) থেকে নির্গত হরমোনের নাম কি?
(A) Human Chorionic gonadotropin (HCG)
(B) Human Placental Lectogen (HPL)
(C) Human Placenta Hormone (HPH)
(D) Both A & B
Ans-(D) Both A & B
(এই দুটো হরমোনই প্লাসেন্টা থেকে নির্গত হয়)।

53. 8 থেকে 16 টি ব্লাস্টেমিয়ার যুক্ত গঠনকে কি বলা হয়?
(A) ফিমব্রায়ী
(B) ট্রপোব্লাস্ট
(C) মরুলা
(D) প্লাসেন্টা
Ans-(C) মরুলা

54. ফিটাস এবং ইউটেরাসের মধ্যে মাংসল সংযোগকারী অংশটির নাম কি?
(A) ফিমব্রায়ী
(B) ট্রপোব্লাস্ট
(C) মরুলা
(D) প্লাসেন্টা
Ans-(D) প্লাসেন্টা (Placenta)

55. Implantation (ইমপ্লানস্টেশন) পর্যায়ে ব্লাস্টোসিস্টের গাঁয়ে যে আবরণ তৈরি হয় তাকে কি বলে?
(A) ফিমব্রায়ী
(B) ট্রপোব্লাস্ট
(C) মরুলা
(D) প্লাসেন্টা
Ans-(B) ট্রপোব্লাস্ট (Trophoblast)
(একটা কথা মনে রাখবে ইউরেটসের Myometrium -এ কিন্তু Implantation টা হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.