মানুষের জননতন্ত্র বিষয়ক জিকে প্রশ্ন ও উত্তর

31.ইউটেরাসের ভিতরে যে গহ্বর দেখা যায় তাকে কি বলে?
(A) Uterine Cavity
(B) Cervix
(C) Cervical Canal
(D) Uterine Fundus

Ans- (A) Uterine Cavity (ইউটেরাইন ক্যাভেটি)
(ইউটেরাসের একদম উপরে যে উঁচু অংশ থাকে তাকে আমরা বলি Uterine Fundus)।

32. Oogenesis (উওজেনেসিস) পদ্ধতিতে কোন গঠনের মধ্যে Antum (আন্ট্রাম) দেখা যায়?
(A) গ্রাফিয়ান ফলিকলে
(B) সেকেন্ডারি ফলিকলে
(C) টারশিয়ারি ফলিকলে
(D) উপরের সবকটিই
Ans- (C) টারশিয়ারি ফলিকলে
(এই টারশিয়ারি ফলিকল কিন্তু মাইটোসিস পদ্ধতিতে তৈরি হয় কারণ টারশিয়ারি ফলিকল হলো প্রকৃতি হলো 2n প্রকৃতির।অর্থাৎ এই ফলিকলের মধ্যে 23 জোড়া বা 46 টি ক্রোমোজোম থাকে)।

33. কর্পাস লুটিয়াম আসলে কি?
(A) গ্রাফিয়ান ফলিকল
(B) সেকেন্ডারি ফলিকল
(C) টারশিয়ারি ফলিকল
(D) শুধুমাত্র B
Ans- (A) গ্রাফিয়ান ফলিকল
(এই গ্রাফিয়ান ফলিকলকে র‍্যাপচার্ড বা ভঙ্গিত ফলিকল বলা হয়।
* মনে রাখবে উভলিশনের পরে অর্থাৎ এর মানে হচ্ছে যখন গ্রাফিয়ান ফলিকলটা ভেঙে যাচ্ছে তারপর যখন ডিম্বাণু বাইরে আসছে এই পুরো ব্যাপারটাকেই আমরা বলি “উভলিশন”।এবং সেটা যখন Perimetrium গহ্বরে পড়ে যাচ্ছে তখন Fimbriae ওকে Collect করছে।এর মাঝখানে একটা ঘটনা ঘটছে- কি ঘটছে,- এই যে ভঙ্গিত গ্রাফিয়ান ফলিকল এটা কিন্তু নষ্ট হয় না,ওটা কি হয়-, ওটা একটা এন্ডোক্রাইম গ্রন্থিতে পরিণত হয় যাকে আমরা বলি “কর্পাস লুটিয়াম”।এই কর্পাস লুটিয়াম থেকে পরবর্তীকালে “প্রজেস্টেরন” ক্ষরিত হয়)।

34. শুক্রাণুর মাথায় যে ক্যাপ থাকে তার নাম কি?
অথবা :- শুক্রাণুর মাথায় যে উৎসেচক ভর্তি যে থলে থাকে তাকে কি বলা হয়?
(A) Plasma Membrane
(B) Acrosome
(C) Male germ
(D) Scrotum
Ans- (B) Acrosome (অ্যাক্রোজম)
(ডিম্বাণুর প্রাচীর ভেদ করতে যে উৎসেচক প্রয়োজন হয় তা এই Acrosome এর মধ্যেই থাকে)।

35. শুক্রাণু শুক্রাশয়ের বাইরে আসে কোন পথ দিয়ে?
(A) Vas Deferens
(B) Uretha
(C) Vasa Efferentia
(D) Both B & C
Ans- (A) Vas Deferens (ভাস ডিফেরেন্স)
(বার বার বলছি এটা ভালো করে মনে রাখবে শুক্রাণু শুক্রাশয়ের বাইরে যায় Vas Deferens দিয়ে আর শুক্রাণু দেহের বাইরে যায় ইউরেথ্রা (Urethra) দিয়ে)।

36. Antrum (আন্ট্রাম) কোন ফলিকলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
(A) গ্রাফিয়ান ফলিকল
(B) সেকেন্ডারি ফলিকল
(C) টারশিয়ারি ফলিকল
(D) শুধুমাত্র A
Ans- (D) শুধুমাত্র A
(টারশিয়ারি ফলিকলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে Antrum বা জেলি ভর্তি থলে।
* মনে রাখবে শুক্রাণুর একমাত্র কাজ হলো Only নিষেক ঘটানো।কিন্তু ডিম্বাণুর কাজ অনেকটা থাকে।ফলে ডিম্বাণুকে কিন্তু সব কিছু তৈরি করেই আসতে হয়।ঐ জন্যই ডিম্বাণুর তৈরির পদ্ধতি অনেক বেশি জটিল।এই ডিম্বাণুই কিন্তু ভ্রূণকে পুষ্টি যোগান দেয়।পরবর্তী পর্যায়ে মিলনের পরে বা নিষেকের পরে বা Fertilisation -এর পরে অর্থাৎ মানব শিশু তৈরি পর্যন্ত পুরো ব্যাপারটাই কিন্তু ডিম্বাণু সামলায়।ফলে ডিম্বাণুকে অনেক বেশি তৈরি হয়ে আসতে হয়।এবং সেই জন্যই কিন্তু ওর মধ্যে “Antrum” বা জেলি ভর্তি থলে দেখা যায়)।

37. প্রাইমারি উওসাইট থেকে সেকেন্ডারি উওসাইট তৈরি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে?
(A) মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে
(B) মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে
(C) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
(D) টারশিয়ারি ফলিকলের মাধ্যমে
Ans- (A) মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে (n)
(মনে রাখবে সেকেন্ডারি উওসাইট বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট হলেই কিন্তু মিয়োসিস (n) হবে।অর্থাৎ সেকেন্ডারি বা দ্বিতীয় থাকলেই মিয়োসিস (n) হবে যাবে এবং প্রাইমারি থাকলেই মাইটোসিস (2n) হবে।
* তবে সেকেন্ডারি ফলিকল একমাত্র মাইটোসিসের (2n) মাধ্যমে হয় এটাই একমাত্র ব্যতিক্রম বাকি গুলি সেকেন্ডারি বা দ্বিতীয় থাকলেই মিয়োসিস (n) হবে)।

38. কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
(A) প্রজেস্টেরণ
(B) ইস্ট্রোজেন
(C) FSH
(D) HPH
Ans- (A) প্রজেস্টেরণ

39. প্রাইমারি ফলিকল থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
(A) প্রজেস্টেরণ
(B) ইস্ট্রোজেন
(C) FSH
(D) HPH
Ans- (B) ইস্ট্রোজেন
(এটা মাথায় রাখবে লুটিয়াম থেকে ক্ষরিত হয় প্রজেস্টেরণ আর ফলিকল থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন)।

40. উভলিউশনের আগের পর্যায়ে যে ফলিকল তৈরি হয় তার নাম কি?
(A) সেকেন্ডারি ফলিকল
(B) টারশিয়ারি ফলিকল
(C) প্রাইমারি ফলিকল
(D) গ্রাফিয়ান ফলিকল
Ans- (D) গ্রাফিয়ান ফলিকল
(মাথায় রাখবে গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়ার পরই কিন্তু উভলিউশন ঘটে।উভলিউশন মানেই হচ্ছে গ্রাফিয়ান ফলিকলটা বিদীর্ণ হয়ে যায় এবং তার থেকে ডিম্বাণু বাইরে চলে আসে এই ব্যাপারটাকেই উভলিউশন বলে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.