Top 200 ইতিহাস জিকে
61. কবীর জন্মান কত সালে?
ক। ১৪৪০
খ। ১৪৪১
গ। ১৫০১
ঘ। ১৪৪২
62. ” I am neither in kaaba nor in kailash”-কে বলেন
কI রামানন্দ
খ। চৈতন্য
গ। নানক
ঘ। কবীর
63. রামানন্দের কত শিষ্যকে “অবধূত” বলা হত?
ক। ১৬৫
খ। ১২
গ। ১৩
ঘ। ১৪
64. রামানন্দ কিসের উপাসক ছিলেন?
ক। রামের
খ। কৃষ্ণের
গ। শিবের
ঘ। রাম-সিতার
65. মীরাবাঈ এর সময় কাল কত?
ক। ১৪৯৭-১৫৪৬
খ। ১৪৯৮-১৫৪৪
গ। ৪৯৮-১৫৬৩
ঘ। ১৪৯৮-১৫৩৯
66. “প্রেমপ্রকাশ” কার রচিত?
ক। কবীর দাস
খ। ভবানী দাস
গ। দয়ানন্দ সরস্বতী
ঘ। রাজা রামমোহন
67. তুকারাম কোথায় জন্মগ্রহন করেন-
ক। মারাঠা প্রদেশে
খ। শ্রীঘরে
গ। কুন্নাভিতে
ঘ। পাঞ্জাবে
68. ” কালান্দার সম্প্রদায়”-সুফীবাদের কোন ঘরনার
ক। চিশতি
খ। সুফ
গ। বেশারা
ঘ। শারা
69. ” আনন্দভূবন কোন ভক্তি সাধকের লেখা-
ক। রামদাস
খ। কবীর
গ। চৈতন্যদেব
ঘ। তুকারাম দাসের
70. ১৭৭৪ সালে কোলকাতায় সুপ্রিমকোট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিমকোর্টের অপর নাম কি-
ক। জুডিসিয়ান কোর্ট
খ। পপার্লামেন্ট কোর্ট
গ। দায়রা আদালত
ঘ। ইম্পিরিয়াল কোর্ট