Top 200 ইতিহাস জিকে

151. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বাংলা থেকে কতজন প্রতিনিধি যোগ দেয়-
ক। ১৯ জন
খ। ২২ জন
গ। ৪ জন
ঘ। ৩ জন
উঃ ঘ
152. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল-
ক। ১৫২৬
খ। ১৫৫৬
গ। ১৫৫৫
ঘ। ১৭৬১
উঃ খ। ১৫৫৬

  1. “দুনিয়ার বুকে কোথাও যদি স্বর্গ থাকে তবে তা এখানে,তা এখানেই কেবল তা এখানেই”-এখানে বলতে কাকে বোঝানো হয়েছে-
    ক। দেওয়ান-ই-খাস
    খ। দেওয়ান-ই-আম
    গ। দেওয়ান-ই-বারিদ
    ঘ। দেওয়ান-ই-জামি
    উঃ ক
  2. প্রথম ভারতের মাটিতে জন্মান কোন মুঘল সম্রাট-
    ক। বাবর
    খ। হুমায়ুন
    গ। জাহাঙ্গীর
    ঘ। আকবর
    উঃ ঘ( ১৫৪২ খ্রিঃ অমরকোটে)**(১৫৫৬-১৬০৫)
  3. “পুরানো কেল্লা”-তৈরী হয় কার আমলে
    ক। আকবর
    খ।শাহজাহান
    গ।শেরশাহ
    ঘ। আলাউদ্দিন খলজি
    উঃ গ
  4. ভারতীয় প্রজাতন্ত্রের গৌরব নিশান “লাল কেল্লা” তৈরী করেন কে-
    ক। আলাউদ্দিন খলজি
    খ। শাহজাহান
    গ। হুমায়ুন
    ঘ।বাবর
    উঃ খ ( ১৬৪৮ সালে** কাজটি শুরু হয় ১৬৫৮ সালে শেষ হয় সুতরাং তৈরী করতে ১০ বছর সময় লাগে)।
  5. আকবরকে হত্যার চেষ্টা করেন কে-
    ক। মুনিম খাঁ
    খ। আবুল ফজল
    গ। আদম খাঁ
    ঘ। নুসরৎ খাঁ
    উঃ গ ( মহাম আনগার পুত্র* ১৫৬৪ খ্রিঃ আকবরের মৃত্যু হয়)
  6. আকবর মনসবদারী প্রথা চালু করেন কিসের জন্য-
    ক। অভিজাত ও সৈন্যদের সংগঠিত করতে
    খ। সঠিক খাজনা পাওয়ার জন্য
    গ। কর ফাঁকি দিতে না পারে কৃষকরা সেই জন্য
    ঘ। অভিজাতদের জুলুম দূর করার জন্য
    উঃ ক
  7. মিঞা তানসেনের গুরু কে ছিলেন-
    ক। স্বামী হরিদাস
    খ। রামতনু পান্ডে
    গ। স্বামী জয়দেব
    ঘ। মুনসর আলি
    উঃ ক
  8. মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ সীমা স্পর্শ করে ছিলেন কে-
    ক। আকবর
    খ। শাহজাহান
    গ। ঔরঙ্গজেব
    ঘ। দ্বিতীয় আকবর
    উঃ গ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.