অভিকর্ষজ ত্বরণ সমন্ধে GK প্রশ্ন ও উত্তর

11. বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুন ফলের — — — –।
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) অর্ধেক
(D) দ্বিগুণ

Ans-(A) সমানুপাতিক

12.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির মধ্যে দূরত্বে বর্গের — — — –।
(A) সমানুপাতিক

(B) ব্যস্তানুপাতিক
(C) অর্ধেক
(D) দ্বিগুণ

Ans-(B) ব্যস্তানুপাতিক

13.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির মধ্যে দূরত্বে — — — — ব্যস্তানুপাতিক।
(A) চার গুণের
(B) দ্বিগুণের
(C) বর্গের
(D) অর্ধেকের

Ans-(C) বর্গের

14.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির — — — — উপর নির্ভর করে না।
(A) ভরের
(B) উপাদানের
(C) আকৃতির
(D) Both B & C

Ans-(D) Both B & C

15.G -একক নিন্মলিখিত কোনটির উপর নির্ভর করে না-
(A) F -এর একক
(B) r – এর একক
(C) m – এর একক
(D) উপরের সবকটির উপর নির্ভর করে

Ans-(D) উপরের সবকটির উপর নির্ভর করে
(F = G × m1 × m2/r^2
G = F × r^2/m1 × m2)।

16.CGS পদ্ধতিতে G -এর একক হলো –
(A) dyn × cm^2/g^2
(B) Gm/cm^2
(C) N × m^2/kg^2
(D) None of these

Ans-(A) dyn × cm^2/g^2
(S.I পদ্ধতিতে G -এর একক হলো N × m^2/kg^2 (N m^2/kg^2)।

17.নিন্মলিখিত কোনটি G -এর মাত্রা-
(A) M LT^-2
(B) M^-1 L^3 T^-2
(C) M L^-1 T^-1
(D) M^-1 L T^3

Ans-(B) M^-1 L^3 T^-2

18.G -এর সংজ্ঞা অনুযায়ী 1 মিটার দূরত্বের ব্যবধানে 1 কেজি ভরের দুটি বস্তু রাখলে তারা পরস্পরকে — — — বল দ্বারা আকর্ষণ করবে।
(A) 6.47 × 10^-11N
(B) 5.47 × 10^-11N
(C) 6.67 × 10^-11N
(D) 7.47 × 10^-11N

Ans-(C) 6.67 × 10^-11N
(S.I পদ্ধতিতে G -এর একক হলো N × m^2/kg^2 (N m^2/kg^2)।
(Science)

19.নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল — — — — উপর নির্ভরশীল নয়।
(A) রাসায়নিক উপাদান
(B) উষ্ণতা
(C) বস্তুর মধ্যবর্তী মাধ্যম
(D) কোনটির উপর নির্ভর করবে না।

Ans-(D) কোনটির উপর নির্ভর করবে না।

20.নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে দূরত্ব দুইগুন হলে তাদের মধ্যে আগের এবং এখনকার আকর্ষণ বলের অনুপাত দাঁড়াবে– — — — ।
(A) 3 : 1
(B) 2 : 1
(C) 2 : 3
(D) 4 : 1

Ans-(D) 4 : 1
(আগে ছিলো –
G × M1 × M2/r^2
আর এখন –
G × M1 × M2/(r^2)^2
অর্থাৎ G×M1×M2/4r^2
উপরের টার সাথে নিচের টার কাটা কুটি করলে হবে 4 : 1)।

General Science GK 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.