অভিকর্ষজ ত্বরণ সমন্ধে GK প্রশ্ন ও উত্তর
11. বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুন ফলের — — — –।
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) অর্ধেক
(D) দ্বিগুণ
12.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির মধ্যে দূরত্বে বর্গের — — — –।
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) অর্ধেক
(D) দ্বিগুণ
13.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির মধ্যে দূরত্বে — — — — ব্যস্তানুপাতিক।
(A) চার গুণের
(B) দ্বিগুণের
(C) বর্গের
(D) অর্ধেকের
14.বিশ্বের যেকোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির — — — — উপর নির্ভর করে না।
(A) ভরের
(B) উপাদানের
(C) আকৃতির
(D) Both B & C
15.G -একক নিন্মলিখিত কোনটির উপর নির্ভর করে না-
(A) F -এর একক
(B) r – এর একক
(C) m – এর একক
(D) উপরের সবকটির উপর নির্ভর করে
16.CGS পদ্ধতিতে G -এর একক হলো –
(A) dyn × cm^2/g^2
(B) Gm/cm^2
(C) N × m^2/kg^2
(D) None of these
17.নিন্মলিখিত কোনটি G -এর মাত্রা-
(A) M LT^-2
(B) M^-1 L^3 T^-2
(C) M L^-1 T^-1
(D) M^-1 L T^3
18.G -এর সংজ্ঞা অনুযায়ী 1 মিটার দূরত্বের ব্যবধানে 1 কেজি ভরের দুটি বস্তু রাখলে তারা পরস্পরকে — — — বল দ্বারা আকর্ষণ করবে।
(A) 6.47 × 10^-11N
(B) 5.47 × 10^-11N
(C) 6.67 × 10^-11N
(D) 7.47 × 10^-11N
19.নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল — — — — উপর নির্ভরশীল নয়।
(A) রাসায়নিক উপাদান
(B) উষ্ণতা
(C) বস্তুর মধ্যবর্তী মাধ্যম
(D) কোনটির উপর নির্ভর করবে না।
20.নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে দূরত্ব দুইগুন হলে তাদের মধ্যে আগের এবং এখনকার আকর্ষণ বলের অনুপাত দাঁড়াবে– — — — ।
(A) 3 : 1
(B) 2 : 1
(C) 2 : 3
(D) 4 : 1