হরমোন সমন্ধে জিকে প্রশ্ন
31. কটিকয়েড হরমোন গুলি দেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়?
(A) অ্যাড্রিনালিন গ্রন্থির মেডুলা অঞ্চল থেকে
(B) অ্যাড্রিনালিন গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে
(C) অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টিসল অঞ্চল থেকে
(D) None of these
32. কার্বোহাইড্রেট মেটাবলিজিম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ হরমোন কোনটি?
(A) অ্যালডেস্টেরন
(B) মেলাটোনিন
(C) কর্টিসল
(D) প্রজেস্টেরন
33. আমাদের শরীরে রেনাল টিউবসে সোডিয়াম আয়নের শোষণ এবং ক্যালসিয়াম আয়নের নির্গমন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(A) অগ্ন্যাশয়
(B) অ্যালডেস্টেরন
(C) প্রজেস্টেরন
(D) মেলানিন
34. “Islets of Langerhans” (আইলেটস অফ ল্যাঙ্গারহান্স)- কোন গ্রন্থিতে দেখা যায়?
(A) অগ্ন্যাশয় গ্রন্থিতে
(B) প্যারা থাইরয়েড গ্রন্থিতে
(C) পিটুইটারি গ্রন্থিতে
(D) বহিঃক্ষরা গ্রন্থিতে
35. গ্লুকাগণ হরমোন দেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়?
(A) অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে
(B) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(C) অ্যালডেস্টেরন গ্রন্থি থেকে
(D) অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে
36. ইনসুলিন ক্ষরিত হয় দেহের কোন কোষ থেকে?
(A) অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে
(B) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(C) অ্যালডেস্টেরন গ্রন্থি থেকে
(D) অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে
37. লিভারের হেপাটেসাইট কোষের উপর ক্রিয়া করে ব্লাড সুগার বাড়িয়ে দেয় কোন হরমোন?
(A) অ্যালডেস্টেরন
(B) প্রজেস্টেরন
(C) গ্লুকাগণ
(D) টেস্টোস্টেরন
38. আমাদের দেহের প্রধান “Hyperglycemic Hormone” (হাইপার গ্লাইসেনিক হরমোন) কোনটি?
(A) অ্যালডেস্টেরন
(B) প্রজেস্টেরন
(C) গ্লুকাগণ
(D) টেস্টোস্টেরন
39. আমাদের শরীরে “Hypoglycemic Hormone” (হাইপো গ্লাইসেনিক হরমোন) -এর নাম কি?
(A) অ্যালডেস্টেরন
(B) ইনসুলিন
(C) প্রজেস্টেরন
(D) টেস্টোস্টেরন
40. গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের দেহের প্রধান হরমোন কোনটি?
(A) অ্যালডেস্টেরন
(B) ইনসুলিন
(C) প্রজেস্টেরন
(D) টেস্টোস্টেরন
41. পুরুষদেহে অবস্থিত প্রধান এন্ড্রোজেন হরমোন নিন্মের কোনটি?
(A) অ্যালডেস্টেরন
(B) ইনসুলিন
(C) প্রজেস্টেরন
(D) টেস্টোস্টেরন
42. পুরুষদেহে শুক্রাশয় (Testis) কি ধরণের গ্রন্থি?
(A) বহিঃক্ষরা গ্রন্থি
(B) অন্তক্ষরা গ্রন্থি
(C) পিনিয়াল গ্রন্থি
(D) থাইরয়েড গ্রন্থি