হরমোন সমন্ধে জিকে প্রশ্ন

21. T-লিম্ফোসাইট তৈরিতে সাহায্য করে কোন হরমোন?
(A) থিয়ামিন
(B) থাইমোসিন
(C) মেলাটোনিন
(D) মেলানিন

Ans-(B) থাইমোসিন

22. মানবদেহে থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়?
(A) থাইরয়েড গ্রন্থির খুব কাছাকাছি
(B) ট্রাকিয়ার মাঝখানে
(C) হৃদপিণ্ডের কাছে
(D) দুই ফুসফুসের মাঝখানে
Ans-(D) দুই ফুসফুসের মাঝখানে
(মনে রাখবে থাইমাস গ্রন্থি থেকেই থাইমোসিন গৃহীত হয়।
* আমাদের ফুসফুস দুটো হয় এবং হৃদপিণ্ড একটা হয়)।

23. বৃদ্ধ বয়সে দেহের অনাক্রমতা শক্তি কমে যাওয়ার কারণ কি?
(A) প্রজেস্টেরন ক্ষরণ কমে যাওয়ার কারণে
(B) অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে পাচিত রস কমে যাওয়ার জন্য
(C) থাইমোসিন হরমোনের কম ক্ষরণের জন্য
(D) All of the above
Ans-(C) থাইমোসিন হরমোনের কম ক্ষরণের জন্য
(থাইমোসিন হরমোন T-লিম্ফোসাইট তৈরিতে সহায়তা করে।যেটা আমাদের অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।যেহেতু বৃদ্ধ বয়সে থাইমোসিন হরমোন কম ক্ষরণ হয় সেহেতু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।এই জন্যই মানুষ বৃদ্ধ বয়সে বেশি অসুস্থ হয়ে পড়ে থাইমোসিন হরমোনের কারণে)।

24. অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত কাজ করে কোন হরমোন?
(A) এপিনেফ্রিন
(B) নর-এপিনেফ্রিন
(C) কটিকয়েড
(D) T-লিম্ফোসাইট
Ans-(B) নর-এপিনেফ্রিন
(মনে রাখবে এপিনেফ্রিনকেই কিন্তু অ্যাড্রিনালিন বলা হয়।আর অ্যাড্রিনালিনের বিপরীত ক্রিয়া করে নর-এপিনেফ্রিন বা নর-অ্যাড্রিনালিন)।

25. অ্যালডোস্টেরন কোথা থেকে নির্গত হয়?
(A) অ্যাড্রিনালিন গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে
(B) অ্যাড্রিনালিন গ্রন্থির মেডুলা অঞ্চল থেকে
(C) অ্যাড্রিনালিন গ্রন্থির ফ্রিমবায় অঞ্চল থেকে
(D) থাইরয়েডের গয়েটার অঞ্চল থেকে
Ans-(A) অ্যাড্রিনালিন গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে
(অ্যাড্রিনালিন গ্রন্থির দুটো অঞ্চল থাকে যথা- (i) কটেক্স অঞ্চল এবং (ii) মেডুলা অঞ্চল
(i) কটেক্স অঞ্চল :- কটেক্স অঞ্চল থেকে যে হরমোন ক্ষরিত হয় তাকে আমরা বলি “কটিকয়েড”।এই কটিকয়েড দুই প্রকার যথা- (a) গ্লুকো কটিকয়েড এবং (b) মিনারেলো কটিকয়েড।
(a) গ্লুকো কটিকয়েড :- আমাদের শরীরের যে ফ্যাট (বিশেষ করে কার্বোহাইড্রেট) হয় সেটার পাচনকে নিয়ন্ত্রণ করে গ্লুকো কটিকয়েড।
(b) মিনারেলো কটিকয়েড:- আমাদের দেহের জল আর খনিজের উপস্থিতি এবং প্রোডাকশন নিয়ন্ত্রণ করে মিনারেলো কটিকয়েড।এই মিনারেলো কটিকয়েডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন হলো- “অ্যালডোস্টেরন”।
(ii) মেডুলা অঞ্চল:- এপিনেফ্রিন এবং নর-এপিনেফ্রিন (নর-অ্যাড্রিনালিন) নির্গত হয় এই মেডুলা অঞ্চল থেকে)।

26. গৃহীত খাদ্য থেকে ক্যালসিয়াম আয়রনের শোষণ (Absorption) বাড়ায় কোন হরমোন?
(A) থাইরয়েড হরমোন
(B) প্যারা থাইরয়েড হরমোন
(C) মেলাটোনিন হরমোন
(D) মেলানিন হরমোন
Ans-(B) প্যারা থাইরয়েড হরমোন

27. কোন হরমোনকে “হাইপারক্যালসেমিক” (Hypercalcemic) বলা হয়?
(A) থাইরয়েড হরমোনকে
(B) প্যারা থাইরয়েড হরমোনকে
(C) মেলাটোনিন হরমোনকে
(D) মেলানিন হরমোনকে
Ans-(B) প্যারা থাইরয়েড হরমোনকে

28. রক্তে ক্যালসিয়ামের Level নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(A) হাইপারক্যালসেমিক
(B) T4
(C) T-লিম্ফোসাইট
(D) থাইরোক্যালসিটোনিন
Ans-(D) থাইরোক্যালসিটোনিন

29. “Stress-Control হরমোন” বলা হয় কোন কোন হরমোনকে?
(A) মেলাটোনিনকে
(B) নর-এপিনেফ্রিনকে
(C) অ্যাড্রিনালিনকে
(D) থাইরোক্যালসিটোনিনকে
Ans-(C) অ্যাড্রিনালিনকে

30. আপদকালীন সময়ে মানবদেহে লিপিড এবং প্রোটিনের ভাঙন বাড়ায় কোন হরমোন?
(A) মেলানিন
(B) নর-এপিনেফ্রিন
(C) প্যারা থাইরয়েড
(D) অ্যাড্রিনালিন
Ans-(D) অ্যাড্রিনালিন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.