হরমোন সমন্ধে জিকে প্রশ্ন
21. T-লিম্ফোসাইট তৈরিতে সাহায্য করে কোন হরমোন?
(A) থিয়ামিন
(B) থাইমোসিন
(C) মেলাটোনিন
(D) মেলানিন
22. মানবদেহে থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়?
(A) থাইরয়েড গ্রন্থির খুব কাছাকাছি
(B) ট্রাকিয়ার মাঝখানে
(C) হৃদপিণ্ডের কাছে
(D) দুই ফুসফুসের মাঝখানে
23. বৃদ্ধ বয়সে দেহের অনাক্রমতা শক্তি কমে যাওয়ার কারণ কি?
(A) প্রজেস্টেরন ক্ষরণ কমে যাওয়ার কারণে
(B) অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে পাচিত রস কমে যাওয়ার জন্য
(C) থাইমোসিন হরমোনের কম ক্ষরণের জন্য
(D) All of the above
24. অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত কাজ করে কোন হরমোন?
(A) এপিনেফ্রিন
(B) নর-এপিনেফ্রিন
(C) কটিকয়েড
(D) T-লিম্ফোসাইট
25. অ্যালডোস্টেরন কোথা থেকে নির্গত হয়?
(A) অ্যাড্রিনালিন গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে
(B) অ্যাড্রিনালিন গ্রন্থির মেডুলা অঞ্চল থেকে
(C) অ্যাড্রিনালিন গ্রন্থির ফ্রিমবায় অঞ্চল থেকে
(D) থাইরয়েডের গয়েটার অঞ্চল থেকে
26. গৃহীত খাদ্য থেকে ক্যালসিয়াম আয়রনের শোষণ (Absorption) বাড়ায় কোন হরমোন?
(A) থাইরয়েড হরমোন
(B) প্যারা থাইরয়েড হরমোন
(C) মেলাটোনিন হরমোন
(D) মেলানিন হরমোন
27. কোন হরমোনকে “হাইপারক্যালসেমিক” (Hypercalcemic) বলা হয়?
(A) থাইরয়েড হরমোনকে
(B) প্যারা থাইরয়েড হরমোনকে
(C) মেলাটোনিন হরমোনকে
(D) মেলানিন হরমোনকে
28. রক্তে ক্যালসিয়ামের Level নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(A) হাইপারক্যালসেমিক
(B) T4
(C) T-লিম্ফোসাইট
(D) থাইরোক্যালসিটোনিন
29. “Stress-Control হরমোন” বলা হয় কোন কোন হরমোনকে?
(A) মেলাটোনিনকে
(B) নর-এপিনেফ্রিনকে
(C) অ্যাড্রিনালিনকে
(D) থাইরোক্যালসিটোনিনকে
30. আপদকালীন সময়ে মানবদেহে লিপিড এবং প্রোটিনের ভাঙন বাড়ায় কোন হরমোন?
(A) মেলানিন
(B) নর-এপিনেফ্রিন
(C) প্যারা থাইরয়েড
(D) অ্যাড্রিনালিন