হরমোন সমন্ধে জিকে প্রশ্ন
11. মানবদেহে “Biological Clock”- নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(A) মেলাটোনিন
(B) মেলানিন
(C) গ্রাফিয়ান ফলিকল
(D) কর্পাস লুটিয়াম
12. FSH কোন গ্রন্থি থেকে নির্গত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
13. মেলানোটিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
14. থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে?
(A) T-লিম্ফোসাইটের খুব কাছাকাছি
(B) ট্রাকিয়ার দুই পাশে
(C) দুই ফুসফুসের মাঝখানে
(D) All of the above
15. T4 হরমোনের রাসায়নিক নাম কি?
(A) টেট্রা আয়োডোথাইরোনাইন
(B) টেট্রা আয়োডোথাইরয়েড
(C) টেট্রা আয়োডো ভ্যালেন্ট
(D) ট্রায়ো আয়োডোথাইরিন
16. T4 এবং T3 হরমোন দেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
17. T4 এবং T3 হরমোন গুলির গঠনের জন্য কোন মৌলের বা পদার্থের প্রয়োজন হয়?
(A) অ্যামাইটোসিনের
(B) অ্যামাইলক্সিনের
(C) আয়োডিনের
(D) ফ্রুক্টোজের
18. ট্রায়ো আয়োডোথাইরোনাইন (T3) -এর মূল কাজ কি?
(A) BMR নিয়ন্ত্রণ করা
(B) কোষীয় জল সাম্য রক্ষা করা
(C) থাইরয়েড গ্রন্থিকে শক্তিশালী করা
(D) Both A & B
19. থাইরো ক্যালসিটোনিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
20. PTH কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
(B) লুটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
(Vitamins GK)