ক্রিকেট খেলা সম্বন্ধীয় প্রশ্ন

11.টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ক্যাপ্টেনের নাম কি ছিল?
(A) লাল অমরনাথ
(B) সি.কে.নাইডু
(C) মনসুর আলী পতৌদি
(D) মোহিন্দর সিং

Ans-(B) সি.কে.নাইডু

12.রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য কবে সম্প্রচারিত হয়?
(A) 1930 সালে
(B) 1932 সালে
(C) 1934 সালে
(D) 1936 সালে

Ans-(A) 1930 সালে (নটিংহামে)

13.নিন্মের কোন খেলোয়াড় সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে 10000(দশ হাজার) রানের মাইলফলক অতিক্রম করে?
(A) রিকি পন্টিং
(B) শচীন টেন্ডুলকার
(C) মেথু হেডেন
(D) ব্রায়ান লারা

Ans-(D) ব্রায়ান লারা

14.ভারত প্রথম কবে বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করে?
(A) 1975 সালে
(B) 1983 সালে
(C) 1991 সালে
(D) 1969 সালে

Ans-(B) 1983 সালে
(2011 সালেও ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জয়লাভ করে)।

15.প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হন?
(A) কপিল দেব
(B) ধ্যানচাঁদ
(C) শচীন রমেশ টেন্ডুলকার
(D) সৌরভ গঙ্গোপাধ্যায়

Ans-(C) শচীন রমেশ টেন্ডুলকার
(2014 সালের 26 শে জানুয়ারি শচীন টেন্ডুলকার ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্ন পান)।

16.1983 সালের বিশ্বকাপে ম্যান অফ দা ম্যাচ কে হয়েছিলেন?
(A) কপিল দেব
(B) রবি শাস্ত্রী
(C) মাহিন্দর অমরনাথ
(D) সুনীল গাভাস্কার

Ans-(C) মাহিন্দর অমরনাথ

17.টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট দখলকারীর নাম কি?
(A) শেন ওয়ার্ন
(B) ওয়াসিম আকরাম
(C) অনীল কুম্বলে
(D) মুথাইয়া মুরলিধরন

Ans-(D) মুথাইয়া মুরলিধরন
(শ্রীলঙ্কার ডান হাতি অফব্রেক স্পিন বোলার।
* মুথাইয়া মুরলিধরন টেস্ট ক্রিকেটে 800 উইকেট শিকার করেন)।

18.ভারত একদিবশীয় ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে?
(A) ইংল্যান্ডের বিপক্ষে
(B) অস্ট্রেলিয়ার বিপক্ষে
(C) নিউজিল্যান্ডের বিপক্ষে
(D) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

Ans-(A) ইংল্যান্ডের বিপক্ষে
(1974 সালে)।

19.অ্যাসেজ প্রতিযোগিতা কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?
(A) নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
(B) ভারত ও সাউথ আফ্রিকা
(C) কেনিয়া ও জিম্বাবুয়ের
(D) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

Ans-(D) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

20.প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন দেশ?
(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) সাউথ আফ্রিকা
(C) অস্ট্রেলিয়া
(D) ভারত

Ans-(A) ওয়েস্ট ইন্ডিজ
(1975 সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.