31. যে বিশেষ ধরনের পরিবহনে ATP ভেঙে শক্তি উৎপন্ন হয় না তাকে কি বলে?
(A) ট্রান্সপোর্ট
(B) একটিভ ট্রান্সপোর্ট
(C) প্যাসিভ ট্রান্সপোর্ট
(D) টোমাটোফোর

Ans-(C) প্যাসিভ ট্রান্সপোর্ট

32.যে বিশেষ ধরনের ATP ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং ব্যয়িত হয় তাকে কি বলে?
(A) ট্রান্সপোর্ট
(B) একটিভ ট্রান্সপোর্ট
(C) প্যাসিভ ট্রান্সপোর্ট
(D) টোমাটোফোর

Ans-(B) একটিভ ট্রান্সপোর্ট
(অর্থাৎ মধ্যা কোথায় বলা যায় যে ক্ষেত্রে ATP লাগে তাকে একটিভ ট্রান্সপোর্ট বলে।আর যে ক্ষেত্রে ATP লাগে না তাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলে।
* ATP এর সম্পূর্ণনাম অ্যাডিনোসিন ট্রাই ফসফেট)।

33.এলগীর ক্ষেত্রে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়?
(A) সেলুলোজ দিয়ে
(B) গেলেকট্যান্ট দিয়ে
(C) ক্যালসিয়াম কার্বনেট দিয়ে
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(কিন্তু অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর সেলুলোজ-হেমিসেলুলোজ-পেকটিন ও  প্রোটিন দিয়ে তৈরি হয়।
* এলগী হলো একটি বিশেষ ধরনের উদ্ভিদ প্রজাতি।প্ল্যান্ট প্রজাতির মধ্যে থাকে এলগী।
* দুটি পাশাপাশি অবস্থিত কোষের কোষপ্রাচীরের মধ্যে ক্যালসিয়াম প্যাকটেট দ্বারা তৈরি “মধ্য ল্যামেলা” থাকে,যা কোষ গুলিকে একসাথে জুড়ে রাখে)।

34.এলগীর কোষপ্রাচীর তৈরি হয় গেলেকট্যান্ট,সেলুলোজ এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে,কিন্তু অন্যান্য উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়?
(A) হেমিসেলুলোজ দিয়ে
(B) সেলুলোজ দিয়ে
(C) পেকটিন ও প্রোটিন দিয়ে
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই

35.এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কি দেখা যায়?
(A) রাইবোজম
(B) সাইটোপ্লাজম
(C) গ্লাইকোপ্রোটিন
(D) উপরের কোনটিই নয়

Ans-(A) রাইবোজম
(ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়ায় এবং এন্ডোপ্লাজমিক জালিকায় রাইবোজম থাকে।
* এন্ডোপ্লাজমিক জালিকা হলো এক ধরনের জালিকা বিশেষ যা সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে।

36.এন্ডোপ্লাজমিক জালিকায় মূলতঃ সংশ্লেষিত হয় কোন হরমোন?
(A) স্টেরয়েড
(B) প্রোটিন
(C) শুধুমাত্র A
(D) A এবং B দুটোই

Ans-(D) A এবং B দুটোই
(এন্ডোপ্লাজমিক জালিকায় মূলতঃ সংশ্লেষিত হয় প্রোটিন ও স্টেরয়েড নামে এই দুটি হরমোন)।

37.গলগী বডি প্রথম আবিস্কার করেন কে ?
(A) রবার্ট আওয়েন
(B) ডেভিড ক্যামেরন
(C) ক্যামেলো গলগী
(D) রবার্ট ব্রাউন

Ans-(C) ক্যামেলো গলগী (Camello Galgi)
(গলগী বডি সাধারণত এন্ডোপ্লাজমিক জালিকার খুব কাছাকাছি থাকে।
* এন্ডোপ্লাজমিক জালিকার কাজে সাহায্য করে গলগী বডি।
* গলগী বডি আবিষ্কৃত হয় 1898 সালে।
* আবিস্কার করেন ইতালিয়ান physican Camillo Golgi)।

38.গলগী বডির প্রধান কাজ কি?
(A) এন্ডোপ্লাজমিক জালিকাকে সুরক্ষিত রাখা
(B) বিভিন্ন অংশ থেকে পদার্থ কোষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া
(C) ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক কোষের মধ্য সমন্বয় সাধন করা
(D) শুধুমাত্র C ঠিক

Ans-(B) বিভিন্ন অংশ থেকে পদার্থ কোষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া।

39.নিন্মের কোনটি গলগী বডিতে তৈরি হয়?
(A) গ্লাইকক্যালিক্স
(B) গ্লাইকোপ্রোটিন
(C) গ্লাইকোলিপিড
(D) B এবং C সঠিক

Ans-(D) B এবং C সঠিক
(গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড এই দুটো জিনিস গলগী বডিতে তৈরি হয়।
* গলগী বডির প্রধান কাজ হলো – বিভিন্ন অংশ থেকে পদার্থ কোষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া)।

40.’এসিডিক থলি”- কাকে বলা হয়?
(A) এন্ডোপ্লাজমিক জালিকাকে
(B) লাইসোজোমকে
(C) ক্রমাটিডকে
(D) ক্লুইডকে

Ans-(B) লাইসোজোমকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.