কোষের গঠন ও কোষ বিভাজন

71.সব থেকে কম সংখ্যক ক্রোমোজোম কোন উদ্ভিদে দেখা যায়?
(A) মিউকর হেমালিসে
(B) ডিকটিওজোমে
(C) অ্যাগরিকাসে
(D) অ্যাসকারিককে

Ans-(A) মিউকর হেমালিসে (2n = 2)

72.সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম কোন প্রাণীতে পাওয়া যায়?
(A) আলাকান্থা
(B) নীল তিমিতে
(C) কচ্ছপে
(D) বাদুরে

Ans-(A) আলাকান্থা
(আলাকান্থা (Aulacantha Sp) নামক আদ্যপ্রাণীর একটি প্রজাতির (2n = 1600)।

73.সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম কোন উদ্ভিদে পাওয়া যায়?
(A) মিউকর হেমালিসে
(B) আলাকান্থাতে
(C) অফিওগ্লাসম রেটিকুলেটাম
(D) অ্যাগরিকাসে

Ans-(C) অফিওগ্লাসম রেটিকুলেটাম
(অফিওগ্লাসম রেটিকুলেটাম (Ophioglossum Reticulatum) (2n = 1260)।

74.’জিন’- নামকরণ করেন কে?
(A) এলফ্যানসন থমাস
(B) জোহানসেন
(C) রবার্ট ক্যুরিয়ার
(D) এলিশন

Ans-(B) জোহানসেন

75.যে ক্রোমোজোমে দুটি বাহুর দৈর্ঘ্য সমান,তাকে কি বলে?
(A) সেন্ট্রোমিয়ার
(B) সেন্ট্রিওল
(C) সেন্ট্রিকিউলাস
(D) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

Ans-(D) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

76.কেবলমাত্র প্রাণী কোষেই পাওয়া যায় নিন্মের কোন কোষ অঙ্গাণুটি?
(A) লাইসোজোম
(B) সেন্ট্রোজোম
(C) মেটাসেন্ট্রিক
(D) শুধুমাত্র A এবং B দুটিই ঠিক

Ans-(D) শুধুমাত্র A এবং B দুটিই ঠিক
(লাইসোজোম ও সেন্ট্রোজোম এই দুটি কোষ অঙ্গাণু একমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়)।

77.কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় নিন্মের কোন কোষ অঙ্গাণুটি?
(A) প্লাস্টিড
(B) পারঅক্সিজোম
(C) মেটাসেন্ট্রিক
(D) A এবং B উভয়ই সঠিক

Ans-(D) A এবং B উভয়ই সঠিক
(প্লাস্টিড ও পারঅক্সিজোম এই দুটি কোষ অঙ্গাণুটি কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়)।

78.কোন উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম পাওয়া যায়?
(A) ছত্রাকে
(B) ক্লামাইডোমোনাসে
(C) ইউগ্লিনায়
(D) A এবং B উভয়ই সঠিক

Ans-(D) A এবং B উভয়ই সঠিক
(ঈস্ট নামক ছত্রাক ও ক্লামাইডোমোনাস নামক শ্যাওলায় সেন্ট্রোজোম পাওয়া যায়)।

79.জিন কোথায় থাকে?
(A) ক্রোমোজোমে
(B) মাইট্রোকন্ড্রিয়ায়
(C) নিউক্লিয়াসে
(D) প্লাস্টিডের ধাত্রে

Ans-(A) ক্রোমোজোমে
(একটা কথা অবশ্যই মনে রাখবে মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে।
* এই মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে হ্রাস পায়)।

80.সস্য নিউক্লিয়াস (3n) কিসের উদাহরণ-
(A) ডিপ্লয়েড কোষেরউদাহরণ
(B) হ্যাপ্লয়েড কোষের উদাহরণ
(C) ট্রিপ্লয়েড কোষের উদাহরণ
(D) মাইটোসিস কোষের উদাহরণ

Ans-(C) ট্রিপ্লয়েড কোষের উদাহরণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.