কোষের গঠন ও কোষ বিভাজন

61. কোষবাদের প্রবক্তা করা?
(A) স্লেইডেন
(B) স্বোয়ান
(C) রবার্ট হুক
(D) A এবং B উভয়ই সঠিক

Ans-(D) A এবং B উভয়ই সঠিক
(স্লেইডেন(Schleiden) ও স্বোয়ান(Schwann) প্রথম কোষ থিওরীর ব্যাখ্যা দেন।এরা দুজনেই জার্মান বোটানিস্ট ছিলেন)।

62. মাইট্রোকন্ড্রিয়া কোথায় দেখা যায়?
(A) ডিকটিওজোমে
(B) সাইটোপ্লাজমে
(C) রাইবোজমে
(D) নিউক্লিওলাসে
Ans-(B) সাইটোপ্লাজমে
(আদর্শ কোষের সাইটোপ্লাজমে মাইট্রোকন্ড্রিয়া বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে
* মাইট্রোকন্ড্রিয়াকে “Power House” বা “কোষের শক্তিঘর” বলা হয়।
* “কোষের মস্তিস্ক”- বলা হয় নিউক্লিয়াসকে)।

63. লাইসোজোম কোথায় থাকে?
(A) উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে
(B) এন্ডোপ্লাজমিক জালিকায়
(C) প্রাণী কোষের সাইটোপ্লাজমে
(D) ক্রোমোজোমে
Ans-(C) প্রাণী কোষের সাইটোপ্লাজমে
(লাইসোজোমকে “আত্মঘাতী থলি”- বলা হয়।
* লাইসোজোমের প্রধান কাজ হলো- উৎসেচক ক্ষরণ করে কোষাভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করা)।

64. উদ্ভিদ কোষের গলগী বস্তুকে কি বলা হয়?
(A) ডিকটিওজোম
(B) টাইরোসিন
(C) ট্রিপটোফ্যান
(D) ক্লোরোপ্লাস্টিড
Ans-(A) ডিকটিওজোম
(গলগী বস্তুর প্রধান কাজ :-
(i) কোষের ক্ষরণকার্যে সাহায্য করা
(ii) উদ্ভিদ কোষপ্রাচীরের তৈরি করা এবং
(iii) পরিণত শুক্রাণুর মস্তকে অ্যাক্রোসম ক্যাপ গঠনে সাহায্য করা)।

65. মানবদেহের ক্ষুদ্রতম কোষটির নাম কি?
(A) লোহিত কণিকা
(B) শ্বেতকণিকা
(C) মিউকর হেমালিস
(D) অ্যাসকারিক
Ans-(B) শ্বেতকণিকা
(লিম্ফোসাইট নামে শ্বেতকণিকা।
* উদ্ভিদদেহে সব থেকে ছোট কোষের নাম হল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম (Mycoplasma gallisepticum)।

66. ইউক্যারিওটিক কোষে রাইবোজমের প্রকৃতি কতো?
(A) 67S
(B) 70S
(C) 80S
(D) 90S
Ans-(C) 80S
(60S + 40S)।

67. ক্রোমোজোমে অবস্থিত একটি অম্লধর্মী অ্যামাইনো অ্যাসিডের নাম কি?
(A) ট্রিপটোফ্যান
(B) টাইরোসিন
(C) শুধুমাত্র A
(D) A এবং B দুটোই ঠিক
Ans-(D) A এবং B দুটোই ঠিক

68. ক্রোমোজোম নামকরণ করেন কে?
(A) স্লেইডেন
(B) স্বোয়ান
(C) ওয়াল্ডেয়ার
(D) ডি ম্যাথুস
Ans-(C) ওয়াল্ডেয়ার
(ওয়াল্ডেয়ার এর নামকরণ করেন 1888 সালে)।

69. নিন্মের কোনটি স্বনির্ভর কোষ অঙ্গাণু-
(A) মাইট্রোকন্ড্রিয়া
(B) ক্লোরোপ্লাস্টিড
(C) শুধুমাত্র B
(D) A এবং B দুটোই সঠিক
Ans-(D) A এবং B দুটোই সঠিক

70. সবথেকে কম সংখ্যক ক্রোমোজোম কোন প্রাণীতে দেখা যায়?
(A) ফিতা কৃমিতে
(B) গোল কৃমিতে
(C) মিউকর হেমালিস
(D) A এবং B উভয়ই সঠিক
Ans-(B) গোল কৃমিতে (অ্যাসকারিস মেগালোসেফালাস ইউনিভালেন্স নামে গোল কৃমিতে (2n = 2) সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.