কোষের গঠন ও কোষ বিভাজন
51. DNA-এর পিউরিন বেস কোনটি?
(A) ইউরাসিল
(B) থাইমিন
(C) সাইটোসিন
(D) অ্যাডিনিন
52. RNA-তে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা কোনটি?
(A) ডি-অক্সি রাইবোজ শর্করা
(B) রাইবোজ শর্করা
(C) ইক্ষু শর্করা
(D) দ্রাক্ষা শর্করা
53. 32 টি অপত্যকোষ সৃষ্টি হয় কতবার মাইটোসিস বিভাজন দ্বারা?
(A) 8 বার
(B) 16 বার
(C) 31 বার
(D) 64 বার
54. ক্রোমোজোম যে দুটি তন্তু দ্বারা গঠিত তাদের বলা হয়-
(A) ক্রমাটিড
(B) ক্রমোমিয়ার
(C) DNA তন্তু
(D) ক্রমোনিমাটা
55. কোন মৌলটি DNA গঠনে ব্যবহৃত হয় না?
(A) সালফার
(B) কার্বন
(C) নাইট্রোজেন
(D)ফসফরাস
56. প্রোটোপ্লাজমের নামকরণ করেন কে?
(A) রবার্ট ব্রাউন
(B) পারকিনজি
(C) স্লেইডেন
(D) রবার্ট হুক
57. খালি চোখে দেখা যায় এমন একটি কোষের নাম বলো?
(A) মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম
(B) অ্যাসিটাবুলারিয়া
(C) মিউকর হেমালিস
(D) কোনোটিই নয়
58. কোষ কয় প্রকার?
(A) এক প্রকার
(B) দুই প্রকার
(C) তিন প্রকার
(D) চার প্রকার
59. নিউক্লিয়াস কোথায় দেখা যায়?
(A) যে-কোনো সজীব প্রোক্যারিওটিক কোষে
(B) যে-কোনো সজীব ইউক্যারিওটিক কোষে
(C) সাইটোপ্লাজমে
(D) প্লাস্টিডে
60. প্লাস্টিড কোথায় থাকে?
(A) প্রাণী কোষের সাইটোপ্লাজমে
(B) উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে
(C) ডিকটিওজোমে
(D) যে-কোনো সজীব প্রোক্যারিওটিক কোষে