কোষের গঠন ও কোষ বিভাজন
41.নিউক্লিও পর্দার অবলুপ্তি না ঘটিয়ে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়-
(A) মিয়োসিসে
(B) অ্যামাইটোসিসে
(C) ফ্যাগোসাইটোসিস
(D) মাইটোসিসে
উদাহরণ :- ঈস্ট, ব্যাকট্রিয়া ইত্যাদি জীবদেহে দেখা যায়)।
42.ব্যাকটেরিয়ার রাইবোজমের প্রকৃতি কেমন?
(A) 80-s প্রকৃতির
(B) 60-s প্রকৃতির
(C) 69-s প্রকৃতির
(D) 70-s প্রকৃতির
43.”আত্মঘাতী থলি”- কাকে বলে?
(A) রাইবোজোমকে
(B) মেসোজোমকে
(C) লাইসজোমকে
(D) ডিকটিওজোমকে
44.মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা গণনা করার আদর্শ দশা হল-
(A) টেলোফেজ
(B) অ্যানাফেজ
(C) মেটাফেজ
(D) প্রোফেজ
45.পর্দাঘেরা কোষ অঙ্গাণু দেখা যায় না-
(A) ইউক্যারিওটিক কোষে
(B) প্রোক্যারিওটিক কোষে
(C) প্রাণী কোষে
(D) যকৃত কোষে
46.DNA সংশ্লেষণ হয় ইন্টারফেজের কোন দশায়?
(A) G1 দশায়
(B) G2 দশায়
(C) S দশায়
(D) G0 দশায়
47.প্রাণী কোষে সাইটোকাইনসিস ঘটে-
(A) ক্লিভেজের মাধ্যমে
(B) গ্যাস্টুলারের মাধ্যমে
(C) ব্লাসটুলার মাধ্যমে
(D) সেলপ্লেট গঠনের মাধ্যমে
48.জেনেটিক RNA দেখা যায় কোথায়?
(A) লিউকোভাইরাসে
(B) রাইবোভাইরাসে
(C) ডি-অক্সিভাইরাসে
(D) ব্যাকট্রিওফাজে
49.নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে?
(A) ডায়াকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) সাইটোকাইনসিস
(D) মেটাকাইনেসিস
50.”কোষের মস্তিষ্ক”-কাকে বলে?
(A) মাইট্রোকন্ড্রিয়াকে
(B) নিউক্লিয়াসকে
(C) নিউক্লিওলাসকে
(D) প্লাস্টিডকে