কোষের গঠন ও কোষ বিভাজন

21.ক্রমাটিড বিভক্ত হয় কোন দশাতে?
(A) অ্যানাফেজ দশাতে
(B) মেটাফেজ দশাতে
(C) টেলোফেজ দশাতে
(D) প্রোফেজ দশাতে

Ans-(A) অ্যানাফেজ দশাতে

22.সমস্ত মাইটোসিস পদ্ধতিতে সবচেয়ে ক্ষুদ্রতম দশা কোনটি?
(A) অ্যানাফেজ দশা
(B) মেটাফেজ দশা
(C) টেলোফেজ দশা
(D) G2 দশা

Ans-(B) মেটাফেজ দশা

23.সাইটকাইনসিস শুরু হয় কোন দশাতে?
(A) অ্যানাফেজ দশাতে
(B) মেটাফেজ দশাতে
(C) টেলোফেজ দশাতে
(D) প্রোফেজ দশাতে

Ans-(C) টেলোফেজ দশাতে
(জীবন দশার আগেই সাইটকাইনসিস তৈরি হয়ে যায়)।

24.মাইটোসিস কোষ বিভাজনের পরবর্তী দশা কোনটি?
(A) অ্যানাফেজ দশা
(B) মেটাফেজ দশা
(C) টেলোফেজ দশা
(D) প্রোফেজ দশা

Ans-(B) মেটাফেজ দশা
(সমস্ত মাইটোসিস পদ্ধতিতে মেটাফেজ দশা হলো সবচেয়ে ছোটো দশা
* মেটাফেজ দশার বিশেষত্ব হল:-
(i) নিউক্লিয় পর্দার সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় এবং ক্রমাটিড গুলি সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে।
(ii) এই পর্বে কাইনোটোকোর দেখা যায় যার সাথে যুক্ত থাকে Spindle তন্তুগুলি।
(iii) এই পর্বে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত ঘনীভূত ক্রমাটিড গুলি কোষের মাঝ বরারাবর চলে আসে যাকে Equatorial Zone বা নিরক্ষীয় অঞ্চল বলে)

25.মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় দশা কোনটি?
(A) অ্যানাফেজ দশা
(B) মেটাফেজ দশা
(C) টেলোফেজ দশা
(D) S দশা

Ans-(A) অ্যানাফেজ দশা
(এই দশাতে ক্রমাটিড গুলি একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিপরীত মেরুর দিকে চলে যায়)।

26.মাইটোসিস পদ্ধতির শেষ দশা কোনটি?
(A) অ্যানাফেজ দশা
(B) মেটাফেজ দশা
(C) টেলোফেজ দশা
(D) প্রোফেজ দশা

Ans-(C) টেলোফেজ দশা
(টেলোফেজ দশা বেশ বড় একটি দশা।
* এই দশাতে Spindle তন্তু আর থাকে না।
* সাইটকাইনসিস আর থাকে না।
* নিউক্লিওলাস,নিউক্লিয় পর্দা ও অন্যান্য কোষ অঙ্গাণু গঠন হওয়া শুরু করে)।

27.নিউক্লিওলাসের গঠন পুনরায় মাইটোসিসের কোন দশাতে শুরু হয়?
(A) অ্যানাফেজে
(B) মেটাফেজে
(C) টেলোফেজে
(D) প্রোফেজ দশাতে

Ans-(C) টেলোফেজে
(এটা অবশ্যই মাথায় রাখবে নিউক্লিয়াস যে গঠিত হচ্ছে সেটা কিন্তু টেলোফেজে হয়,অ্যানাফেজে কিন্তু নয়)।

28.মানুষের দেহে কোষের ক্রোমোজোমের সংখ্যা কত?
(A) 22 জোড়া
(C) 23 জোড়া
(C) 12 জোড়া
(D) 46 জোড়া

Ans-(C) 23 জোড়া

29.মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় কেমন দেখায়?
(A) ‘I’ অক্ষরের মতো
(B) ‘L’ অক্ষরের মতো
(C) ‘J’ অক্ষরের মতো
(D) ‘V’ অক্ষরের মতো

Ans-(D) ‘V’ অক্ষরের মতো
(অ্যানাফেজ দশায় ‘J’ অক্ষরের মতো দেখতে ক্রোমোজোম গুলি হলো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম)।

30.মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয়?
(A) অ্যানাফেজ দশায়
(B) মেটাফেজ দশায়
(C) টেলোফেজ দশায়
(D) প্রোফেজ দশায়

Ans-(A) অ্যানাফেজ দশায়
(ক্রমাটিড গুলিও বিভক্ত হয় এই অ্যানাফেজ দশায়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.