কোষের গঠন ও কোষ বিভাজন

101. ক্রোমোজোম কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে?
(A) ওয়াল্ডেয়ার
(B) ওয়ালডেয়ার
(C) মার্কুইস
(D) রবার্ট ব্রাউন
(B) ওয়ালডেয়ার
(কিন্তু নামকরণ করেন ওয়াল্ডেয়ার 1888 সালে)।

Ans-(B) ওয়ালডেয়ার
(কিন্তু নামকরণ করেন ওয়াল্ডেয়ার 1888 সালে)।

102.ক্রোমোজোমে ধাতব আয়ন হিসেবে ক্যালসিয়াম থাকে।অন্য ধাতব আয়নটি কি?
(A) নাইট্রোজেন
(B) ফসফরাস
(C) নাইট্রাস অক্সাইড
(D) ম্যাগনেসিয়াম

Ans-(D) ম্যাগনেসিয়াম
(ক্রোমোজোমে ধাতব আয়ন হিসেবে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে)।

103.3n সংখ্যক ক্রোমোজোম থাকে কোথায়?
(A) অ্যাগরিকাসে
(B) সেন্ট্রোমিয়ারে
(C) সস্য নিউক্লিয়াসে
(D) পেঁপেতে

Ans-(C) সস্য নিউক্লিয়াসে

104.কোন জাতীয় কোষ বিভাজনের সময় কোষপাত গঠিত হয়?
(A) উদ্ভিদ মাইটোসিসে
(B) প্রাণী মাইটোসিসে
(C) অ্যামাইটোসিসে
(D) টেলাসেন্ট্রিক ক্রোমোজোমে

Ans-(A) উদ্ভিদ মাইটোসিসে
(সাইটকাইনেসিসের সময় কোষপাত গঠিত হয়)।

105.একটি প্রাণীকোষে সেন্ট্রোজোম না থাকলে বিভাজনের সময় কি ঘটবে?
(A) বেমতন্তু গঠিত হবে
(B) বিভাজন হতেও পারে আবার নাও হতে পারে
(C) বিভাজন হওয়া সম্ভব নয়

Ans-(D) বেমতন্তু গঠিত না হওয়ায় প্রাণী কোষটি বিভাজিত হবে না)।

106.প্রাণীকোষে কোথা থেকে বেমতন্তু সৃষ্টি হয়?
(A) সেন্ট্রোজোম থেকে
(B) সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে
(C) ইউরাসিল থেকে
(D) অ্যামাইটোসিসে অ্যাস্ট্রাল রশ্মি থেকে

Ans-(B) সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে।

107.মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভগিনী সদৃশ ক্রমাটিডগুলি বিচ্ছিন্ন হয়?
অথবা : মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় প্রতিটি ক্রোমোজোমের ক্রমাটিডদ্বয় পৃথকীকৃত হয়?
(A) প্রোফেজ দশায়
(B) অ্যানাফেজ দশায়
(C) মেটাফেজ দশায়
(D) টেলোফেজ দশায়

Ans-(B) অ্যানাফেজ দশায়

108.DNA-এর কোন নাইট্রোজেন বেস RNA-তে অনুপস্থিত?
(A) সাইটোসিন
(B) অ্যামাইটোসিন
(C) থাইমিন
(D) গুয়ানিন

Ans-(C) থাইমিন
(উপস্থিত থেকে অ্যাডিনিন নামক ক্ষার।
* এখানে একটা কথা মাথায় রাখবে থাইমিন(T) ক্ষারমূলক দিয়ে DNA -কে RNA থেকে আলাদা করা যায়।
* ইউরাসিল (U) ক্ষারমূলক দিয়ে RNA কে DNA থেকে আলাদা করা যায়)।

109.পুরুষ লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হল-
(A) XX
(B) XY
(C) XZ
(D) XYZ

Ans-(B) XY
(স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হল-XX
* 44A + XY

* যৌন ক্রোমোজোমে ‘Y’এর উপস্থিতির জন্য পুরুষ মানুষ হয়)।

110.মাইটোসিসে স্পাইরালিজেশান ঘটে কোন দশায়?
(A) প্রোফেজ দশায়
(B) অ্যানাফেজ দশায়
(C) মেটাফেজ দশায়
(D) টেলোফেজ দশায়

Ans-(A) প্রোফেজ দশায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.