এশিয়ান গেমস ২০১৮ সম্বন্ধীয় প্রশ্ন ও উত্তর

25. এশিয়ান গেমস থেকে Heptathlon বিভাগে কোন ভারতীয় মহিলা খেলোয়ার স্বর্ণ পদক জয় করেছেন?
A. পি বি সিন্ধু
B. স্বপ্না বর্মন
C. দূতী চান্দ
D. পিঙ্কি বলহারা

Ans- B. স্বপ্না বর্মন ( শিলিগুড়ির কন্যা)

26. এশিয়ান গেম থেকে ট্রিপল জাম্প প্রতিযোগিতায় কোন ভারতীয় স্বর্ণ পদক জয় করেছেন?
A. অর্পিন্দর সিং
B. তেজিন্দর সিং
C. মানজিৎ সিং
D. কেউই নন
Ans-A. অর্পিন্দর সিং

27. এশিয়ান গেম থেকে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কেন ভারতীয় স্বর্ণ পদক পেয়েছেন?
A. মানজিৎ সিং
B. তেজিন্দর সিং
C. জিনসন জনসন
D. বলবিন্দর সিং
Ans-C. জিনসন জনসন

28. অমিত পাঙহাল এশিয়ান গেম থেকে কোন খেলায় স্বর্ণ পদক পেয়েছেন?
A. কুস্তি
B. সাঁতার
C. বক্সিং
D. কাবাডি

Ans-C. বক্সিং

29. প্রণব বর্ধন এবং শিবনাথ সরকার এশিয়ান গেমসে কোন বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন?
A. দাবা
B. ব্রিজ (তাস)
C. সাঁতার
D. ভার উত্তোলন
Ans-B. ব্রিজ (তাস)

30. এবছর এশিয়ান গেমস থেকে বর্শা নিক্ষেপ (Javelin through) প্রতিযোগিতায় প্রথম স্বর্ণ পদক কে জয় করেছেন?
A. নীরজ চোপড়া
B. ধরুন অয়্যাসমা
C. সৌরভ চৌধুরী
D. সার্থক দিবাকর
Ans-A. নীরজ চোপড়া

এশিয়ান গেমস ২০১৮ (জিকে)
কারেন্ট অ্যাফেয়ার্স  ২০১৮

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.