এশিয়ান গেমস ২০১৮ সম্বন্ধীয় প্রশ্ন ও উত্তর

19. এবছর এশিয়ান গেমস থেকে শুটিং প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম স্বর্ণ পদক কে জয় করেছেন?
A. রাহি স্বর্ণবৎ
B. পি বি সিন্ধু
C. সাইন নেহওয়াল
D. উপরের কেউই নন

Ans- A. রাহি স্বর্ণবৎ (ইনি ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে স্বর্ণ পদক জয় করেছেন। )

20. এবছর এশিয়ান গেমস এ ভারতীয় হকি টিম কোন দেশকে হারিয়ে ৮৬ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয় করেছে?
A. চীন
B. হংকং
C. কোরিয়া
D. পাকিস্তান
Ans-B. হংকং(২৬-০ গোলে হারিয়ে )

21. এবছর এশিয়ান গেমস থেকে ভারতীয় Rowing Team ( নৌকা বাজ প্রতিযোগিতা ) কোন পদক জয় করেছেন?
A. স্বর্ণ পদক
B. রৌপ্য পদক
C. ব্রোঞ্জ পদক
D. কোনটিই নয়
Ans-A. স্বর্ণ পদক

22. রোহান বোপান্না এবং ডিভিজ সারণ কোন প্রতিযোগিতা থেকে গোল্ড মেডেল পেয়েছেন?
A. টেনিস
B. ব্যাডমিন্টন
C. এয়ার পিস্তল
D. ভার উত্তল

Ans- A. টেনিস (ডাবলস এ )

23. লোহার বল নিক্ষেপ প্রতিযোগিতায় কে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করেছেন?
A. ব্রজিন্দ্র সিং
B. তেজিন্দর সিং
C. ফাওয়াদ মির্জা
D. মুহাম্মদ আনাস
Ans-B. তেজিন্দর সিং

24. ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করেছেন?
A. মানজিৎ সিং
B. তেজিন্দর সিং
C. ব্রজিন্দর সিং
D. উপরের সবগুলিই
Ans-A. মানজিৎ সিং

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.