মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

81. বিহারীমলের কন্যা মানাবাঈকে আকবর বিয়ে করেন।বিহারীমল কে?
(A) রাজপুতনার রাজা
(B) আজমীরের রাজা
(C) উদয়গিরীর রাজা
(D) আকবরের প্রধান সেনাপতি

Ans- (B) আজমীরের রাজা
(অম্বরের রাজা)।

82. খাঁজা আব্দুস সামাদ কার দরবারী চিত্রকর ছিলেন?
(A) শাহজাহানের
(B) হুমায়ুনের
(C) আকবরের
(D) জাহাঙ্গীরের
Ans- (C) আকবরের
(হুমায়ুন আব্দুস সামাদ ও মীরসৈয়দ আলি নামে দুজন চিত্রকরকে ইরান থেকে ভারতে আনেন।পরবর্তী কালে আব্দুস সামাদ আকবরের (1556 – 1605) দরবারী চিত্রকর হিসেবে নিযুক্ত হন)।

83. “দুনিয়ার বুকে যদি স্বর্গ থাকে তবে তা এখানে,তা এখানে,কেবলমাত্র এখানেই”- এখানে বলতে কাকে বোঝানো হয়েছে?
(A) দেওয়ান-ই-খাসকে
(B) দেওয়ান-ই-আমকে
(C) বুলন্দ দরওয়াজাকে
(D) ফতেপুর সিক্রিকে
Ans- (A) দেওয়ান-ই-খাসকে

84. জায়গীরদারা জায়গীর পেত-
(A) চাষ জমি থেকে
(B) বাজার থেকে
(C) বন্দর থেকে
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই

85. “ইবাদৎখানায়” হিন্দু ধর্মের নেতৃত্ব দিতেন-
(A) ভানুচন্দ্র
(B) দেবী
(C) মহারাজা রানা
(D) হরিবিজয় সূরী
Ans- (B) দেবী
(“ইবাদৎখানায়” হিন্দু ধর্মের নেতৃত্ব দিতেন পুরুষোত্তম ও দেবী।
* ইবাদৎখানা স্থাপিত হয় 1575 সালে ফতেপুর সিক্রিতে।
* ইবাদৎখানা বন্ধ হয়ে যায় 1582 সালে

86. মুঘল আমলে সোনার মুদ্রার নাম কি ছিলো?
(A) দিনার
(B) মনোহরী
(C) সোনা
(D) আশরফি
Ans- (D) আশরফি

87. “রজমনামা”- কোন গ্রন্থের অনুবাদ?
(A) রামায়নের
(B) মহাভারতের
(C) অথর্ব বেদের
(D) লীলাবতীর
Ans- (B) মহাভারতের
(মুঘল সম্রাট আকবর প্রথম ফার্সী ভাষায় “মহাভারত”-অনুবাদ করেন আবুল ফজলের সাহায্যে।আকবর মহাভারতের নাম দেন “রজমনামা”।’রজম’ কথার অর্থ হল ‘যুদ্ধ’ আর ‘নামা’- কথার অর্থ ‘কাহিনী’।অর্থাৎ ‘রজমনামা’ কথার অর্থ “যুদ্ধের কাহিনী”)।

88. আকবর উজবেকদের বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করেন কবে?
(A) 1564 খ্রিস্টাব্দে
(B) 1666 খ্রিস্টাব্দে
(C) 1567 খ্রিস্টাব্দে
(D) 1568 খ্রিস্টাব্দে
Ans- (C) 1567 খ্রিস্টাব্দে

89. সপ্তাহের কোন নির্দিষ্ট দিনে “দীন-ই-ইলাহী”- মতাদর্শে শিষ্যদের দীক্ষিত করা হত?
(A) রবিবার
(B) সোমবার
(C) বুধবার
(D) শুক্রবার
Ans- (A) রবিবার

90. নিন্মলিখিত কোন বংশের রাজপুতরা আকবরের কাছে প্রথম স্বেচ্ছায় বশ্যতা স্বীকার করে?
(A) শিশোদিয়া
(B) হাদাস
(C) কাছোয়া
(D) রাঠোর
Ans- (C) কাছোয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.