মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
71.হিমু বা হেমচন্দ্র কি উপাধি নিয়ে ছিলেন?
(A) শাহেনশাহ
(B) বিক্রমাদিত্য
(C) বীরচক্র
(D) দিল্লী অধিপতি
72.টোডরমলের দহশালা ব্যবস্থা দশ বছর ব্যাপী বন্দোবস্ত নয়।কথাটি সত্য?
(A) হ্যাঁ
(B) না
(C) শুধুমাত্র A ঠিক
(D) A ভুল B ঠিক
73.আবুল ফজলের বাবা শেখ মুবারক কোন মতাদর্শে বিশ্বাসী ছিলেন?
(A) শিয়া মতাদর্শে
(B) সুফি মতাদর্শে
(C) সুন্নি মতাদর্শে
(D) ভক্তি মতাদর্শে
74.”আইন-ই-আকবরী”র ইংরেজি অনুবাদ করেন কে?
(A) ডেভিড ম্যালপাস
(B) আব্দুল কাদের বদাউনি
(C) আবুল ফজল
(D) ব্ল্যাকম্যান ও গ্যারেড
75.”তবাকৎ-ই-আকবরী”- লিখেছেন নিজামুদ্দিন আহমেদ।তিনি আকবরের কোন পদে আসীন ছিলেন?
(A) দেওয়ান পদে
(B) সুবাদার পদে
(C) মীরবক্সী পদে
(D) ভকিল বা প্রধানমন্ত্রী পদে
76.”মুন্তাখাব-উল-লুবাব”- লিখেছেন কাফি খাঁ।তার আসল নাম কি?
(A) মহম্মদ হাসিম
(B) লিয়াকৎ হোসেন
(D) মহম্মদ ইদ্রিস
(D) আবু রাইহান
77.রোশনিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
(A) মোসাদ্দেক আলী আহসান
(B) বায়োজিদ
(C) ইউসুফ কাকুবখান
(D) রাজা আলিখান
78.আকবর যখন মেবার আক্রমণ করেন তখন মেবারের রানা কে ছিলেন?
(A) রানা প্রতাপ সিং
(B) রানা উদয় সিং
(C) সূর্যন রাই হারা
(D) রাজা বিহারীমল
79.গন্ডোয়ানার রাজধানীর নাম কি?
(A) গরতাবেজ
(B) দুর্গা নগর
(C) গড়কাটাঙ্গা
(D) জিলমপুর
80.আকবর চিতর জয় করেন কবে?
(A) 1567 খ্রিস্টাব্দে
(B) 1573 খ্রিস্টাব্দে
(C) 1568 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে