মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

31.হলদিয়া ঘাটের যুদ্ধের সময় মুঘল (আকবরের) সেনাপতি কে ছিলেন?
(A) বিহারিমল ও টোডরমল
(B) মানসিংহ ও উদয় সিংহ
(C) মানসিংহ ও আসফ খান
(D) আসফ খাঁ ও উদয় সিংহ

Ans- (C) মানসিংহ ও আসফ খান
(1576 খ্রিস্টাব্দের 18 ই জুন মুঘল সম্রাট আকবরের দুই প্রধান সেনাপতি মানসিংহ ও আসফ খাঁর সঙ্গে মেবারের রানা প্রতাপ সিংহর রাজস্থানের হলদিয়া ঘাটের প্রান্তরে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।
* এই যুদ্ধে অসাধারণ বিরত্ব প্রদর্শন করলেও প্রতাপ সিংহ আকবরের দুই সেনাপতির কাছে পরাজিত হয়েছিলেন)।

32.”মাজহারনাম” ঘোষিত হয় কোথা থেকে?
(A) দিল্লী থেকে
(B) আগ্রা থেকে
(C) কান্দাহার থেকে
(D) গুজরাট থেকে

Ans- (B) আগ্রা থেকে
(মাজহারনামা” ঘোষিত হয় 1579 খ্রিস্টাব্দের 2 রা সেপ্টেম্বর।
মুঘল সম্রাট আকবর 1579 খ্রিস্টাব্দের 2 রা সেপ্টেম্বর শেখ মুবারক রচিত এক ঘোষণাপত্র জারি করে বলেন ইসলাম ধর্ম বা কোরানের কোনো ব্যাখ্যা নিয়ে মতবিরোধ দেখা দিলে সম্রাটের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।এটিই “মাজহারনামা” নামে খ্যাত।ইংরেজ ঐতিহাসিক স্মিথ একে “অভ্রান্ত নির্দেশনামা” বা “Infallibility Degree”- বলেছেন)।

33.”দীন-ই-ইলাহী”- ধর্মবিশ্বাসকে “তৌহিদ-ই-ইলাহী”- বলেন কে?
(A) আব্দুল কাদের বদাউনি
(B) আবুল ফজল আল্লামী
(D) বীরবল
(D) আমির খসরু

Ans- (A) আব্দুল কাদের বদাউনি
(জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুঘল সম্রাট আকবর (1556 – 1605) 1582 খ্রিস্টাব্দে যে একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন তার নাম “দীন-ই-ইলাহী”।এর অর্থ দৈবাদেশ – যেখানে সর্বধর্মের সার কথা বলা হয়েছে।এর আদর্শ “সূল-ই-কুল” বা পরধর্ম সহিষ্ণুতা।এতে কোনো সাম্প্রদায়িকতা,দেবতা,মন্দির,পুরোহিত বা ধর্মগ্রন্থের কোনো স্থান নেই।যেকেউ এই মত গ্রহণ করতে পারতো।সম্রাট আকবর ছিলেন স্বয়ং এর প্রবক্তা।
* এর দিকগুলি ছিল নিরামিষ ভোজন,দান ধর্মপালন,পরস্পরকে আল্লাহ্ আকবর সম্বোধন,সম্রাটের প্রতি আনুগত্য)।

34.”দীন-ই-ইলাহী”- ধর্মানুরাগীদের কাছে আকবর কি দাবি করতেন?
(A) ধর্ম ও সম্মান
(B) সম্পত্তি
(C) জীবন
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই
(“দীন-ই-ইলাহী”- ধর্মানুরাগীদের কাছে আকবর ধর্ম-সম্মান-সম্পত্তি-জীবন এই চারটি জিনিস দাবি করতেন)।

35.”ইবাদৎ খানায়”- হিন্দু ধর্মের ব্যাখ্যাকার কে ছিলেন?
(A) পুরুষত্তোম দাস ও দেবী
(B) হরিবিজয়সূরী
(C) জেসুইট মনসরেট
(D) বিজয়সেনসুরী

Ans- (A) পুরুষত্তোম দাস ও দেবী
(* জৈন ধর্মের ব্যাখ্যাকার ছিলেন হরিবিজয়সূরী ও বিজয়সেনসুরী
* জরথ্রুস্ট ধর্মের ব্যাখ্যাকার ছিলেন মহারাজজি রানা
* জেসুইট ধর্মের ব্যাখ্যাকার ছিলেন মনসারেট)।

36.মনসবদারি ব্যবস্থায় দুজন সৈনিকের একটি ঘোড়া থাকলে তাকে কি বলা হতো?
(A) সি আসপা
(B) দো আসপা
(C) নিম আসপা
(D) উপরের সবকটিই

Ans- (C) নিম আসপা
(মনসবদারি ব্যবস্থায় আকবর চালু করেন 1570 খ্রিস্টাব্দে)।

37.”মাজহারনামা” ঘোষণা পত্রটি তৌরি করেন কে?
(A) মহেশ দাস
(B) শেখ মুবারক
(C) আতাহার আলি
(D) শেখ সাইফুদ্দিন

Ans- (B) শেখ মুবারক
(এটি ঘোষণা কোরা হয় 1579 খ্রিস্টাব্দের 2 রা সেপ্টেম্বর আগ্রা থেকে)।

38.”দীন-ই-ইলাহী”- ধর্মমত কোন হিন্দু আমীর গ্রহণ করেন?
(A) মানসিংহ
(B) রাজা ভগবান দাস
(C) বীরবল
(D) উদয় সিংহ

Ans- (C) বীরবল
(রাজা ভগবান দাস ও মানসিংহ “দীন-ই-ইলাহী”- ধর্মমত গ্রহণ করতে অস্বীকার করেন।* 18 জন বিশিষ্ট মুসলিম ও বীরবল(মহেশ দাস) নামে এক হিন্দু এই নতুন ধর্মত গ্রহণ করেন)।

39.আকবরের “দীন-ই-ইলাহী”- প্রচারের উদ্দেশ্য কি ছিল?
(A) সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে ভারতের রাষ্ট্রীয় ঐক্যকে প্রতিষ্ঠিত করা।
(B) আর্থ-সামাজিক ও ধর্মীয় পার্থক্য থাকা সত্বেও এই আদর্শ দিয়ে প্রজাদের একত্রিত করা।
(C) ধর্মবিদ্বেষ ও সংঘাতে জর্জরিত দেশে বিভেদ দূর করে সিংহাসন ও সাম্রাজ্যেকে নিরাপদে রাখা।
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই

40.”দীন-ই-ইলাহী”- ধর্মমত কবে চালু হয় ?
(A) 1579 খ্রিস্টাব্দে
(B) 1580 খ্রিস্টাব্দে
(C) 1582 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে

Ans- (C) 1582 খ্রিস্টাব্দে
(চালু করেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা জাললুদ্দিন মহম্মদ আকবর)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.