Ans-(A) ফৈজি
(কবিতা রচনা করলেও ,একজন সফল অনুবাদক কিংবা শিক্ষক – এই ভাবেই ফৈজিকে বর্ণনা করা যায়।ফার্সী ভাষায় অনুবাদের জন্য তিনি দক্ষ ছিলেন।”রামায়ন”,”পঞ্চতন্ত্র” ও “মহাভারত”- এই গ্রন্থগুলি ফৈজির দ্বারাই ফার্সিতে অনূদিত হয়েছিল।তিনি ছিল আবুল জলফজলের বড়ো দাদা)।
Ans-(B) আব্দুর রহিম খান-ই-খানন
(আব্দুর রহিম খান-ই-খাননকে “মির্জা খান” ও বলা হত।ইনি ছিলেন বৈরাম খাঁর পুত্র যিনি আকবরের রাজসভা অলংকৃত করেছিলেন এবং যিনি ছিলেন নবরত্নের একজন অন্যতম।
* আব্দুর রহিম খান-ই-খানন একাধারে কবি-গায়ক-গীতিকার এবং জ্যোতিষশাস্ত্রী ছিলেন।তাঁর কবিত্বে এবং সুমধুর গায়কীতে আকবরের রাজসভা প্রায়ই আনন্দের শিহরণে মেতে উঠতো।তাঁর জ্যোতিষশাস্ত্রের পারদর্শিতা মুঘল তথা পৃথিবীর ইতিহাসে জনপ্রিয় করে তুলেছে।
* তিনিই প্রথম “দোহাগান”- এর কথা বলেন)।
195. সম্রাট আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) ভগবান দাস
(B) আব্দুল কাদের বদাউনি
(C) টোডরমল
(D) আবুল ফজল
Ans-(D) আবুল ফজল
(আবুল ফজল ছিলেন নবরত্নের একজন অন্যতম।তিনি আকবরের জীবন কাহিনী নিয়ে লেখেন “আকবরনামা” এবং তৎকালীন সামাজিক পরিস্থিতি ও নিয়মকানুন নিয়ে লেখেন “আইন-ই-আকবরী”।
* “আকবরনামা” গ্রন্থটি তিনটি খন্ডে বিভক্ত – প্রথম খন্ডে রয়েছে তৈমুরীয় বংশের ইতিহাস।এছাড়াও রয়েছে আকবরের পূর্বসূরী বাবর ও হুমায়ুনের রাজত্বকাল তারসঙ্গে রয়েছে দিল্লীর শূর বংশের সুলতানদের বিবরণ।
দ্বিতীয় খন্ডে রয়েছে আকবরের রাজত্বকালের 46 বছর অবধি বিভিন্ন ঘটনার বিস্তৃত বিবরণ।এবং তৃতীয় তথা শেষ খন্ডে বর্ণিত হয়েছে আকবরের সাম্রাজ্যের বিভিন্ন ধরনের নিয়মকানুনের সমাহার)।
196. আকবরের ধর্ম বিষয়ক উপদেষ্টা কে ছিলেন?
(A) ভগবান দাস
(B) আব্দুল কাদের বদাউনি
(C) ফকির আজিউদ্দিন
(D) মোল্লা দো-পেঁয়াজা
Ans-(A) মিঞা তানসেন
(ইনি ছিলেন নবরত্নের অন্যতম।ইনার আসল নাম ছিল রামতনু পান্ডে)।
198. আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিলো?
(A) মানসিংহ
(B) আব্দুল কাদের বদাউনি
(C) টোডরমল
(D) মোল্লা দো-পেঁয়াজা
Ans-(C) টোডরমল
(আকবরের নবরত্নের অন্যতম টোডরমল ফার্সী ভাষায় “ভগবত পুরান” অনুবাদ করেন।এছাড়া আরেকটি কাজের জন্য টোডরমল স্মরণীয় হয়ে আছেন তা হলো 1885 খ্রিস্টাব্দে কাশির বিশ্বনাথ মন্দিরকে মেরামত করে পুনরায় তৈরি করেছিলেন।1889 খ্রিস্টাব্দে টোডরমলের জীবনাবসান হয়)।
199. আকবরের সমালোচক ঐতিহাসিক কে ছিলেন?
(A) আব্দুল কাদের বদাউনি
(B) ফৈজি
(C) আবুল ফজল
(D) মোল্লা নাসিরুদ্দিন
Ans-(A) আব্দুল কাদের বদাউনি
200. আকবরের গুনগ্রাহী ঐতিহাসিক কে ছিলেন?
(A) ভিনসেন্ট স্মিথ
(B) ফৈজি
(C) আবুল ফজল
(D) মোল্লা নাসিরুদ্দিন