মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
11.আকবরকে হত্যার চেষ্টা করেন কে?
(A) আদম খাঁন
(B) শাহিবুদ্দিন
(C) মুনিম খাঁন
(D) মির্জা মহম্মদ হাকিম
12.আকবর মনসবদারী প্রথা চালু করেন কিসের জন্য?
(A) সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা আনতে
(B) সেনাবাহিনীর পদমর্যাদা বৃদ্ধি করতে
(C) অভিজাত ও সৈন্য সংগঠিত করতে
(D) অভিজাতদের পদমর্যাদা বৃদ্ধি করতে
13.আকবর “মনসবদারী প্রথা”- কবে চালু করেন?
(A) 1575 খ্রিস্টাব্দে
(B) 1582 খ্রিস্টাব্দে
(C) 1579 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে
14.অন্তপুরিকার শাসনের (1560 – 1564) সাথে যুক্ত নন কে?
(A) হামিদাবানু
(B) আদম খাঁ
(C) লতিফ খান
(D) মুনিম খান
15.আকবর তীর্থকর বাতিল করেন কবে?
(A) 1563 খ্রিস্টাব্দে
(B) 1571 খ্রিস্টাব্দে
(C) 1567 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে
16.আকবরের পূর্বে টোডরমল কার রাজস্ব দপ্তরে ছিলেন?
(A) হুমায়ুনের
(B) দোস্ত-আলি-আকবর- জামিরের
(C) বাজবাহাদুরের
(D) শেরশাহের
17.আবুল ফজল তাঁর “আইন-ই-আকবরীতে”- কত জন চিত্রকরের নাম উল্লেখ করেছেন?
(A) 13 জন
(B) 17 জন
(C) 02 জন
(D) 09 জন
18.আকবর তাঁর রাজত্বের কততম বছরে “সুবা”- চালু করেন?
(A) 20 তম বছরে
(B) 15 তম বছরে
(C) 19 তম বছরে
19.ভীমসেনের রচিত “নুকসা-ই-দিলখুসা”- থেকে কি জানা যায়?
(A) মুঘল যুগের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা জানা যায়।
(B) আকবরের সিংহাসনে আরোহনের কাহিনী জানা যায়।
(C) দাক্ষিণাত্যে মুঘল বিবরণের সমৃদ্ধতা জানা যায়
(D) আকবরের অভিভাবক হিসেবে বৈরাম খাঁর ভূমিকা জানা যায়।
20.খালিসা আয় কোথায় যেত?
(A) সরকারি কোষাগারে
(B) রাজকীয় রাজস্ব খাতে
(C) জরুরি বিভাগে
(D) চিকিৎসা খাতে