মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

11.আকবরকে হত্যার চেষ্টা করেন কে?
(A) আদম খাঁন
(B) শাহিবুদ্দিন
(C) মুনিম খাঁন
(D) মির্জা মহম্মদ হাকিম

Ans- (A) আদম খাঁন
(মহম আনগার পুত্র।মহম আনগা 1564 ভগ্ন হৃদয়ে মারা যান)।

12.আকবর মনসবদারী প্রথা চালু করেন কিসের জন্য?
(A) সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা আনতে
(B) সেনাবাহিনীর পদমর্যাদা বৃদ্ধি করতে
(C) অভিজাত ও সৈন্য সংগঠিত করতে
(D) অভিজাতদের পদমর্যাদা বৃদ্ধি করতে

Ans- (C) অভিজাত ও সৈন্য সংগঠিত করতে

13.আকবর “মনসবদারী প্রথা”- কবে চালু করেন?
(A) 1575 খ্রিস্টাব্দে
(B) 1582 খ্রিস্টাব্দে
(C) 1579 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে

Ans- (D) 1570 খ্রিস্টাব্দে
(মনসব কথার অর্থ হলো পদমর্যাদা।শুরুতে 66 টি স্তরে মনসবদারেরা বিভক্ত ছিলেন কিন্তু বাস্তবে তা ছিল 33 টি স্তরে।
* মনসদাররা 5000 থেকে 10000 যেকোনো পরিমান সৈন্য রাখতে পারতো।
* আকবর পুত্র জাহাঙ্গীর বা সেলিমের জন্য ছিল 10000 মনসব।
* মানসিংহ ও আব্দুল আজিজের জন্য আকবর 12000 মনসব পদের সৃষ্টি করেন।
* 500 এর বেশি মনসবদারকে বলা হত “আমীর”)।

14.অন্তপুরিকার শাসনের (1560 – 1564) সাথে যুক্ত নন কে?
(A) হামিদাবানু
(B) আদম খাঁ
(C) লতিফ খান
(D) মুনিম খান

Ans- (C) লতিফ খান
(1560 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বৈরাম খাঁর অভিভাবক থেকে মুক্তি পাবার পর 1560 – 1560 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালে ধাত্রীমাতা মহাম আনগা, তার পুত্র আদম খাঁ, রাজমাতা হামিদাবানু বেগম,মুনিম খাঁ প্রমুখের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত হন।তাই ইংরেজ ঐতিহাসিক এই সময়কালকে “Period of Petticoat Government” বা অন্তপুরিকার শাসন বলে অভিহিত করেছেন)।

15.আকবর তীর্থকর বাতিল করেন কবে?
(A) 1563 খ্রিস্টাব্দে
(B) 1571 খ্রিস্টাব্দে
(C) 1567 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে

Ans- (A) 1563 খ্রিস্টাব্দে

16.আকবরের পূর্বে টোডরমল কার রাজস্ব দপ্তরে ছিলেন?
(A) হুমায়ুনের
(B) দোস্ত-আলি-আকবর- জামিরের
(C) বাজবাহাদুরের
(D) শেরশাহের

Ans- (D) শেরশাহের (1540 – 1545)।
* টোডরমল শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন আবার পরবর্তীকালে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার সাথেও যুক্ত হন)।

17.আবুল ফজল তাঁর “আইন-ই-আকবরীতে”- কত জন চিত্রকরের নাম উল্লেখ করেছেন?
(A) 13 জন
(B) 17 জন
(C) 02 জন
(D) 09 জন

Ans- (B) 17 জন

18.আকবর তাঁর রাজত্বের কততম বছরে “সুবা”- চালু করেন?
(A) 20 তম বছরে
(B) 15 তম বছরে
(C) 19 তম বছরে

Ans- (D) 24 তম বছরে
(আকবর “সুবা”- চালু করেন 1580 সালে অর্থাৎ তার রাজত্বের 24 তম বছরে)।

19.ভীমসেনের রচিত “নুকসা-ই-দিলখুসা”- থেকে কি জানা যায়?
(A) মুঘল যুগের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা জানা যায়।
(B) আকবরের সিংহাসনে আরোহনের কাহিনী জানা যায়।
(C) দাক্ষিণাত্যে মুঘল বিবরণের সমৃদ্ধতা জানা যায়
(D) আকবরের অভিভাবক হিসেবে বৈরাম খাঁর ভূমিকা জানা যায়।

Ans- (C) দাক্ষিণাত্যে মুঘল বিবরণের সমৃদ্ধতা জানা যায়।

20.খালিসা আয় কোথায় যেত?
(A) সরকারি কোষাগারে
(B) রাজকীয় রাজস্ব খাতে
(C) জরুরি বিভাগে
(D) চিকিৎসা খাতে

Ans- (B) রাজকীয় রাজস্ব খাতে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.