মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

181. আকবরের সমসাময়িক ইংল্যান্ডের রাজা বা রানী কে ছিলেন?
(A) রানী ভিক্টোরিয়া
(B) প্রথম এলিজাবেথ
(C) প্রথম জেমস্
(D) পঞ্চম জর্জ

Ans-(B) প্রথম এলিজাবেথ

182. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার সময় ভারতের মুঘল বাদশাহ কে ছিলেন?
(A) হুমায়ুন
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) দ্বিতীয় বাহাদুরশাহ জাফর
Ans-(C) আকবর
(ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে)।

183. কোন বিখ্যাত শাসক রাজ্য হারিয়েও 20 বছর জঙ্গলে থেকে মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান?
(A) অমর সিংহ
(B) রানাপ্রতাপ সিংহ
(C) উদয় সিংহ
(D) রামদাস
Ans-(B) রানাপ্রতাপ সিংহ
(রাজপুতনার বিখ্যাত রাজ্য মেবারের রানা বা শাসক ছিলেন উদয় সিংহের পুত্র রানাপ্রতাপ সিংহ (1572 – 1597)।মুঘল সম্রাট আকবরের কাছে হলদিঘাটের যুদ্ধে (1576 খ্রিস্টাব্দের 18 ই জুন) পরাজিত হয়ে রাজ্য হারালেও আজীবন মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান এবং 1597 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে বেশকিছু অঞ্চল তিনি পুনরুদ্ধার করেন।
বস্তুতঃ শক্তিশালী মুঘলদের বিরুদ্ধে অসম সংগ্রামে প্রতাপের স্বাধীনতা স্পৃহা,অনমনীয় মনোভাব,অসাধারণ বীরত্ব,অসীম সাহস ও ধৈর্য্য,ত্যাগ – তাকে ভারত ইতিহাসে এবং রাজপুতদের মধ্যে স্মরণীয় করে রেখেছে)।

184. রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম কি ছিল?
(A) কথক
(B) চৈতক
(C) চেতক
(D) চিতা
Ans-(B) চৈতক

185. 1567 খ্রিস্টাব্দে আকবর যখন মেবার আক্রমণ করেন তখন মেবারের রানা কে ছিলেন?
(A) উদয় সিংহ
(B) মানসিংহ
(C) রানাপ্রতাপ সিংহ
(D) বিহারীমল
Ans-(A) উদয় সিংহ
(রানাপ্রতাপ সিংহের পিতা ছিলেন উদয় সিংহ)।

186. আকবরের সর্বশেষ সামরিক অভিযান কোনটি?
(A) আসিড় দূর্গ জয়
(B) বিজপুর আক্রমণ
(C) আহম্মদনগর আক্রমণ
(D) কান্দাহার অভিযান
Ans-(A) আসীরগড় দূর্গ জয়
(দক্ষিণাত্যে খান্দেশের বিরুদ্ধে যুদ্ধই ছিল আকবরের সর্বশেষ সামরিক অভিযান।1601 খ্রিস্টাব্দে তিনি খান্দেশের অন্তর্গত আসীরগড় দুর্গটি দখল করে নেন।* এই সময় আসীরগড়ের শাসক ছিলেন মিরণ বাহাদুর)।

187. নিচের বিশুদ্ধ জোড় কোনটি?
(A) হুমায়ুন – এনায়েৎ খাঁ
(B) আকবর – আবুল ফজল
(C) বাবর – বেবাদল খাঁ
(D) জাহাঙ্গীর – কাফি খান
Ans-(B) আকবর – আবুল ফজল

278. মুঘল আমলে যুদ্ধ জাহাজ তৈরি করার কেন্দ্র ছিল-
(A) ঢাকায়
(B) এলাহাবাদে
(C) লাহোরে
(D) উপরোক্ত সবকটি স্থানেই
Ans-(D) উপরোক্ত সবকটি স্থানেই

189. নিন্মলিখিত কোনটি আকবর নির্মিত ফতেপুর সিক্রিতে ছিল না?
(A) পঞ্চমহল
(B) বুলন্দ দরওয়াজা
(C) ইবাদৎখানা
(D) জাহাঙ্গীর মহল
Ans-(D) জাহাঙ্গীর মহল

190. মুঘল শাসকদের মধ্যে প্রথম নৌ-বাহিনী গড়ে তোলেন কে?
(A) আকবর
(B) বাবর
(C) হুমায়ুন
(D) জাহাঙ্গীর
Ans-(A) আকবর
(* আকবরের আমলে নৌ-বিভাগকে বলা হত ‘নওয়ারা’। * মুঘল নৌ-বাহিনীর অধিনায়কে বলা হত ‘মীর-বহর’)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.