মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
181. আকবরের সমসাময়িক ইংল্যান্ডের রাজা বা রানী কে ছিলেন?
(A) রানী ভিক্টোরিয়া
(B) প্রথম এলিজাবেথ
(C) প্রথম জেমস্
(D) পঞ্চম জর্জ
182. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার সময় ভারতের মুঘল বাদশাহ কে ছিলেন?
(A) হুমায়ুন
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) দ্বিতীয় বাহাদুরশাহ জাফর
183. কোন বিখ্যাত শাসক রাজ্য হারিয়েও 20 বছর জঙ্গলে থেকে মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান?
(A) অমর সিংহ
(B) রানাপ্রতাপ সিংহ
(C) উদয় সিংহ
(D) রামদাস
184. রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম কি ছিল?
(A) কথক
(B) চৈতক
(C) চেতক
(D) চিতা
185. 1567 খ্রিস্টাব্দে আকবর যখন মেবার আক্রমণ করেন তখন মেবারের রানা কে ছিলেন?
(A) উদয় সিংহ
(B) মানসিংহ
(C) রানাপ্রতাপ সিংহ
(D) বিহারীমল
186. আকবরের সর্বশেষ সামরিক অভিযান কোনটি?
(A) আসিড় দূর্গ জয়
(B) বিজপুর আক্রমণ
(C) আহম্মদনগর আক্রমণ
(D) কান্দাহার অভিযান
187. নিচের বিশুদ্ধ জোড় কোনটি?
(A) হুমায়ুন – এনায়েৎ খাঁ
(B) আকবর – আবুল ফজল
(C) বাবর – বেবাদল খাঁ
(D) জাহাঙ্গীর – কাফি খান
278. মুঘল আমলে যুদ্ধ জাহাজ তৈরি করার কেন্দ্র ছিল-
(A) ঢাকায়
(B) এলাহাবাদে
(C) লাহোরে
(D) উপরোক্ত সবকটি স্থানেই
189. নিন্মলিখিত কোনটি আকবর নির্মিত ফতেপুর সিক্রিতে ছিল না?
(A) পঞ্চমহল
(B) বুলন্দ দরওয়াজা
(C) ইবাদৎখানা
(D) জাহাঙ্গীর মহল
190. মুঘল শাসকদের মধ্যে প্রথম নৌ-বাহিনী গড়ে তোলেন কে?
(A) আকবর
(B) বাবর
(C) হুমায়ুন
(D) জাহাঙ্গীর